Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৬, ১০ জানুয়ারি ২০২৪
আপডেট: ১১:৪৫, ১০ জানুয়ারি ২০২৪

শাবিপ্রবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত 

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছবি- আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছবি- আই নিউজ

বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

এ উপলক্ষে আজ বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

ফুল দিয়ে শ্রদ্ধা পরবর্তীতে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবাইকে একাগ্রতার সঙ্গে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শান্তি, শৃঙ্খলা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের অবদান অনস্বীকার্য। প্রয়োজনে সবাইকে গঠনমূলক সমালোচনা করে কাজের অগ্রগতি নিশ্চিত হবে। এজন্য বিশ্ববিদ্যালয়ের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন উপাচার্য। 

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন এর সভাপতি অধ্যাপক ড. আখতারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল হাকিম, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. জহিরুল ইসলাম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লায়লা আশরাফুন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, এ্যাপলাইড সাইন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. রেজা সেলিম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রভোস্ট ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়