Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১০:০৬, ১৮ জানুয়ারি ২০২৪

শীতের স্কুল ছুটি এবং বৃষ্টির আবহাওয়া খবর

আমাদের আজকের এই প্রতিবেদনে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে শীতের স্কুল ছুটি এবং বৃষ্টির আবহাওয়া খবর। কারণ বেশ কয়েকদিন ধরে আবহাওয়া অবস্থা খারাপ হয়েছে এবং তাপমাত্রার সর্বনিম্ন যাচ্ছে রেকর্ড সংখ্যক বার।

বাংলাদেশে ছয়টি ঋতু থাকলেও প্রধানত তিনটি ঋতু বেশি সময় পর্যন্ত দেখা যায়। একটি হচ্ছে শীতকাল। শীতকাল সাধারণত বিদ্যমান থাকে নভেম্বরের শেষ থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত। কখনো অতিরিক্ত শীত দেখা যায় আবার কখনো হালকা শীত অনুভূত হয়ে থাকে। বিভিন্ন অঞ্চল অনুসারে তাপমাত্রা পরিমাণ কম বেশি হয়। তবে এবারের শীতের প্রকোপ বেশি দেখা দিয়েছে অনেক বছরের তুলনায়। গত এক সপ্তাহের বেশি সময় ধরে সারা বাংলাদেশে রেকর্ড সংখ্যক সর্বনিম্ন তাপমাত্রা দেখা দিয়েছে। আজকে আমরা এই আবহাওয়া খবর এবং স্কুল প্রসঙ্গ নিয়ে আলোচনা করব।

বাংলাদেশের শীতের স্কুল ছুটি 

বর্তমানে বাংলাদেশে বিভিন্ন অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস অথবা তার কম পরিমাণ দেখা দিয়েছে। যার কারণে শিশু থেকে বয়স্ক পর্যন্ত শীতে বিভিন্ন অসুস্থতায় ভুগতেছেন। শিশুদের স্কুলের বিষয় চিন্তা করে দারুন একটি জরুরী পদক্ষেপ গ্রহণ করতেছে শিক্ষা অধিদপ্তর থেকে। গত ১৬ই জানুয়ারি বিকেলের দিকে ঘোষণা দেওয়া হয়েছিল যে সকল অঞ্চলের ১৭ ডিগ্রির তাপমাত্রা থাকবে সকল অঞ্চলে স্কুল বন্ধ থাকবে। অর্থাৎ যেসব অঞ্চলের শীতের তাপমাত্রা ১৭ ডিগ্রিয়ের কম থাকবে সে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তার কিছুক্ষণ পর একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় যেসব অঞ্চলের ১২ ডিগ্রি এর কম তাপমাত্রা থাকবে সে সকল অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অর্থাৎ এ বিষয়টি পরিবর্তন করা হয়েছে। আর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে সারা বাংলাদেশ জুড়ে শুধুমাত্র সিলেট মৌলভীবাজারে শ্রীমঙ্গলে এবং বেশ কিছু অঞ্চলে ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা দেখা দিয়েছে। বাংলাদেশের শীতের স্কুল ছুটির তথ্য।

বৃষ্টির আবহাওয়া খবর

গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সারা বাংলাদেশ জুড়ে কম এবং ভাবে আকারে বৃষ্টি হয়েছে। এরপর আবহাওয়া অবস্থা স্বাভাবিক থাকলেও পরবর্তী সময়ে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই আবার দেখা দিয়েছে প্রচন্ড শীতের প্রকোপ। বর্তমান সময় পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা হচ্ছে গড়ে ১৮ ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস। কিছু কিছু জেলাতে এর তাপমাত্রা দেখা দিয়েছে এর থেকেও কম। আবার বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও পরবর্তী সময়ে এখন পর্যন্ত কোন ধরনের বৃষ্টি হয়নি দেশের কোথাও। আর বৃষ্টি হওয়ার সম্ভাবনার পরিমাণটা অনেকাংশ কেটে গেছে। দেশজুড়ে বিভিন্ন অঞ্চলগুলোতে দেখা দিয়েছে রৌদ্রের ছোঁয়া।

এই ছিল শীতের স্কুল ছুটি এবং বৃষ্টির আবহাওয়া খবর। প্রতিদিনের আবহার খবরগুলো পেতে হলে আমাদের আই নিউজের সঙ্গে থাকবেন।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়