Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৯, ২১ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৮:২৫, ২১ জানুয়ারি ২০২৪

শাবিপ্রবি উপ-উপাচার্যের সাথে সাক্ষাৎ করেছেন চীনের ৬ সদস্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যের একটি প্রতিনিধি দল। 

রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাৎকালে উপ-উপাচার্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  সার্বিক উন্নয়ন, শিক্ষা  ও গবেষণা  কার্যক্রম  সম্পর্কে প্রতিনিধি দলকে অবহিত করেন এবং ইউনান বিশ্ববিদ্যালয়ের সাথে  শিক্ষা  ও গবেষণা  কার্যক্রমে পারস্পারিক  সহযোগিতার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

ছয় সদস্যের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ড. ইয়াং হাই,  প্রফেসর জেং জি ফিলিপ, জিন ইউ, পেং  উই, শিক্ষার্থী  লু লিয়াং এবং হাও লিংগি ।

এসময় আরো উপস্থিত ছিলেন শাবিপ্রবির পলিটিক্যাল স্টাডিজ (পিএসএস) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.  সৈয়দ আশরাফুর রহমান, অধ্যাপক ড. জায়েদা  শারমিন, ও অধ্যাপক ড. মো. শাহাবুল হক।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়