Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৪, ৩০ জানুয়ারি ২০২৪
আপডেট: ১৬:৩২, ৩০ জানুয়ারি ২০২৪

শাাবিতে ‘ট্রান্সজেন্ডার বাদের’ প্রতিবাদে মানববন্ধন  

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন।

সম্প্রতি ট্রান্সজেন্ডার নিয়ে সমালোচনা করে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাকরিচ্যুত আসিফ মাহতাবের সাথে একাত্মতা পোষণ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।  

আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিল বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবারো গোল চত্ত্বরে এসে মিলিত হয়ে সমাবেশে বক্তব্য রাখেন বক্তারা।  

মিছিল পরবর্তী  সমাবেশে বক্তারা বলেন, ‘‘সম্প্রতি সপ্তম শ্রেনীর বইয়ে যে শরীফ থেকে শরীফার গল্পে যে ট্রান্সজেন্ডার নামক বিকৃত শব্দ কোমলমতি শিশুদের পরিচয় করিয়ে দিচ্ছে তার তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা। ট্রান্সজেন্ডারকে প্রমোট করে সমকামিতাকে নরমালাইজড করার যে পায়তারা চলছে তা কখনোই সফল হবে না।’’  

বক্তারা আরো বলেন, ‘‘অনেকে থার্ড জেন্ডার ও ট্রান্সজেন্ডারকে এক করে ভাবছেন। থার্ড জেন্ডার ও ট্রান্সজেন্ডার কখনোই এক না। থার্ড জেন্ডার সকল ধর্মের মানুষেই সমর্থন করে। থার্ড জেন্ডার বিষয়টা খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু যারা ছেলে হয়ে মেয়ে আবার মেয়ে হয়ে ছেলে ভাবা এটা স্রেফ একটি মানসিক সমস্যা। এটার মানসিক ট্রিটমেন্ট দরকার। অস্ত্রোপাচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করাটা আমরা কখনোই সমর্থন করি না।’’

সমাবেশে ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী নুরুল করীম মাহির সঞ্চালনায় বক্তব্য দেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের জুবায়ের রায়হান, সমাজকর্ম বিভাগের মোফাজ্জল হোসেন, নৃবিজ্ঞান বিভাগের আফছার হোসেন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের রাকিব হাসান, সমাজকর্ম বিভাগের সিদ্দিকুর রহমান, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আমীম হাসান প্রমুখ।

এসময় শিক্ষার্থীদের ‘মানিনা মানব না শরিফ থেকে শরীফা’ লড়াই করো একসাথে সমকামিতার বিরুদ্ধে’ আমার সোনার বাংলায় সমকামিতার ঠাই নাই’ এলজিবিটিকিউ এর বিরুদ্ধে লড়াই করো একসাথে’ এইসব স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীদের হাতে ট্রান্সজেন্ডার বিরোর্ধী লেখা সম্বলিত বিভিন্ন ধরণের প্লেকার্ড লক্ষ্য করা যায়। যেগুলোতে লিখা ছিল ‘শরিফ শরিফা ইস ফার্স্ট স্টেপ টু নরমালাইজড ট্রান্সজেন্ডার’ ‘ উই আর এগেইন্স হোমোসেক্সুয়াল নো ওয়ান ওয়ান্স টু দিস গে কালচার; ‘ শাবিপ্রবি শিক্ষার্থীরা চায় ট্রান্সজেন্ডার শব্দের বিলুপ্তি’ ‘আসিফ স্যার জিন্দাবাদ ব্রাক অথোরিটি নিন্দাবাদ’ ‘পুরুষের শরীরে নারী নারীর শরীরে পুরুষ থাকেনা থাকে বিকৃত মস্তিষ্কে’ এরকম নানা প্লেকার্ড দেখা যায়।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়