শাবিপ্রবি প্রতিনিধি
শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল সম্পাদক অসীম

শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জামাল সম্পাদক অসীম। ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মরত কর্মকর্তাদের সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি অফিসার্স অ্যাসোসিয়েশন’র নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সহকারী রেজিস্ট্রার মো. জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে একাউন্টস অফিসার অশোক বর্মন অসীম।
গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে আটটায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার তাপস তালুকদার।
নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে উপ-রেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, সহ-সাধারণ সম্পাদক পদে শাহাদাত হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সহকারী পরিচালক অর্থ ও হিসাব মো. আব্দুর রশিদ।
এ ছাড়া, ছয়টি কার্যনির্বাহী সদস্যপদে মহাবিদ্যালয় পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো.তাজিম উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত হিসাব পরিচালক মোহাম্মদ মোর্শেদ আহমদ উপ-রেজিস্ট্রার মো. ইউনুস আলী, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান পারভেজ, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক।
এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা