Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:২২, ১১ ফেব্রুয়ারি ২০২৪
আপডেট: ১৮:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৪

শাবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘ইন্ট্রো’র রেজিস্ট্রেশন শুরু

শাবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘ইন্ট্রো’ প্রোগ্রামের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

শাবিতে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘ইন্ট্রো’ প্রোগ্রামের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অধ্যয়নরত ২০১৯-২০ শিক্ষাবর্ষের ‘ইন্ট্রো’ প্রোগ্রামের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। কেক কেটে এই ইন্ট্রো ‘কর্ণভ-১৯’ প্রোগ্রামের টেন্ট ও  ইন্সটলেশন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।  

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এই টেন্ট উদ্বোধন করা হয়েছে বলে জানিয়েছেন ইন্ট্রো প্রোগ্রামের কনভেনর ২০১৯-২০ শিক্ষাবর্ষের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম খান।

সিয়াম জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষের ৩০তম ব্যাচের আনুষ্ঠানিক নামকরণ করা হয়েছে ’কর্ণভ-১৯’। আজ থেকে বিশ্ববিদ্যালয়ের অর্জুণতলায় ‘কর্ণভ-১৯’ এর টেন্টে রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে। এবারের ইন্ট্রো প্রোগ্রামের জন্য  রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ৬০০টাকা।

বিশ্ববিদ্যালয়ের ১৯-২০ শিক্ষাবর্ষের সকল বিভাগের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়ে তিনি বলেন সকলের অংশগ্রহণ এই পারে একটি প্রোগ্রামকে সুন্দর ও সাফল্য মন্ডিত করতে।  

এবারের ইন্ট্রো প্রোগ্রামের জন্য কনভেনর হিসেবে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সিয়াম খান ও সাধারণ সম্পাদক হিসেবে স্থাপত্য বিদ্যা বিভাগের ১৯-২০ শিক্ষবর্ষের আব্দুল্লাহ আল তায়্যিব মনোনীত হয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়