Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

শাবি সংবাদদাতা

প্রকাশিত: ১১:১৬, ১২ ফেব্রুয়ারি ২০২৪

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘কৃতি আইনজীবী’ সংবর্ধনা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এসআইইউ) আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের কৃতি আইনজীবী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত শনিবার ( ১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে আইনজীবী কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে আইন অনুষদের ডীন ও বিভাগীয় প্রধান মো. মাহমুদুল হাসান খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সংবর্ধনা প্রদান করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য কৃতি শিক্ষার্থী ও বিজ্ঞ আইনজীবীগনদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই বিদ্যাপিঠকে সিলেটের অন্যতম সেরা বিদ্যাপিঠ হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে এআইএস’র আইন বিভাগের সম্মাননা স্মারক পাওয়া সাবেক শিক্ষার্থীদের মধ্যে রয়েছে,সিলেট জেলা কর আইনজীবী সমিতি সভাপতি এ্যাডভোকেট মো. আবুল ফজল, সিলেট জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি এ্যাডভোকেট মাসুম আহমেদ ও এ্যাডভোকেট মো. সলমান উদ্দীন।

সম্মাননা পাওয়া অন্যান্যদের মধ্যে রয়েছে, এ্যাডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, এ্যাডভোকেট মোঃ শামসুল ইসলাম, এ্যাডভোকেট মোঃ গোলাম রব্বানি তালুকদার, এ্যাডভোকেট হাবিবুর রহমান, এ্যাডভোকেট প্রণব কান্তি দাস, এ্যাডভোকেট সৈয়দ সাইফুল রহমান, এ্যাডভোকেট মো.জুনেদ মিয়া, এ্যাডভোকেট পিযূস নন্দি, এ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল  হেলাল, এ্যাডভোকেট আহমেদ ওবাইদুর রহমান ফাহমি, এ্যাডভোকেট মুযাক্কির হোসেন, এ্যাডভোকেট  মো. আব্দুল্লাহ আল হেলাল, এ্যাডভোকেট ওয়াজি তারিক।

আরো রয়েছেন, এ্যাডভোকেট রন্জু দেবনাথ, এ্যাডভোকেট মো. আশিক মিয়া, এ্যাডভোকেট মো. লতিফুর রহমান,  এ্যাডভোকেট মো. আব্দুল কাইয়্যুম, এ্যাডভোকেট সৈয়দ জাদিল উদ্দীন আহমেদ,  এ্যাডভোকেট মো. আজমল হোসেন,  এ্যাডভোকেট মো. গাজিয়ুর রহমান, এ্যাডভোকেট মো. মুন্সি আব্দুল কাইয়্যুম, এ্যাডভোকেট মো. মেহেদি হাসান সজল,  এ্যাডভোকেট টিটু রন্জন দাস, জুনিয়র মেম্বার,  এ্যাডভোকেট তনয় চক্রবর্তী, এ্যাডভোকেট জয়শ্রী দেব, এ্যাডভোকেট আশফাক আহমেদ, এ্যাডভোকেট মো. কামরুল ইসলাম প্রমূখ কৃতি অইনজীবী ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর নিতাই চন্দ্র চন্দ,  সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ এবং বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ইয়াহিয়া চৌধুরীসহ আরো অনেকে ।

উল্লেখ্য, আগামী ১৮ ই এপ্রিল ২০২৪ বিশ্ববিদ্যালয়টির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়