Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৭, ৫ মার্চ ২০২৪
আপডেট: ১২:৩২, ৫ মার্চ ২০২৪

শাবির ‘স্পোর্টস সাস্ট ফুটবল চ্যালেঞ্জ-২৪’- এ চ্যাম্পিয়ন সাস্ট এমপ্লয়ি

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

স্পোর্টস সাস্ট ফুটবল চ্যালেঞ্জ-২০২৪ এ ‘চেতনা-৭১’ কে  ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘সাস্ট এমপ্লয়ি’ টিম। টুর্নামেন্টটির আয়োজন করেছিল বিশ্ববিদ্যালয়ের একমাত্র ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট।

সোমবার (০৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছে স্পোর্টস সাস্টের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।

 মাসুদ রানা জানান,  ফাইনালে ‘চেতনা-৭১’ এর মুখোমুখি হয় ‘সাস্ট এপ্লয়ি’। সেখানে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় থাকে। পরবর্তীতে ট্রাইবেকারে ৩-২ গোলে জয় পায় ‘সাস্ট এপ্লয়ি’ টিম।

তিনি আরো জানান, এবারের টুর্নামেন্টটিতে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মোট ৩২টি টিম অংশগ্রহণ করেছিল। টুর্নামেন্টটিতে কনভেনর হিসেবে ছিলেন স্পোর্টস সাস্টের সহ-সাধারণ সম্পাদক আইয়ূব।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী ও স্পোর্টস সাস্টের উপদেষ্টা সহকারী অধ্যাপক আফজাল হোসেন ও সাইফুল আলম আমিন।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ টিম এর কাছে প্রাইজ মানি ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, স্পোর্টস সাস্ট প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টটি গত ৬ ফেব্রুয়ারি শুরু হয়। ‘স্পোর্টস সাস্ট’ ২০০৫ সাল থেকে ‘কম্পিটিশন ফর দ্যা কম্পোজিশন অফ লাইফ’ এই স্লোগানকে ধারণ করে সবসময় বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বিভিন্ন খেলাধুলার ইভেন্ট আয়োজন করে আসছে।    

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়