Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৮, ১১ মার্চ ২০২৪
আপডেট: ১৫:৪৯, ১১ মার্চ ২০২৪

শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে শাবি ছাত্রলীগের ৮কর্মী বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে গত ৮ ই মার্চ বিকেলে সংঘটিত শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে শাবি ছাত্রলীগের ৮ কর্মীকে নিজ নিজ হল থেকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (১১ মার্চ)  সকালে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ফজলুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, বহিস্কার আদেশ বহাল থাকাকালে বহিষ্কৃতরা কোন হলে প্রবেশ করতে পারবে না। 

বহিস্কৃতরা হলেন, সফটওয়্যার ইন্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সাদমান হাফিজ ও রিফাত চৌধুরী রিয়াজ। ২০১৯-২০ শিক্ষাবর্ষের  পলিটিকাল স্টাডিজ বিভাগের মোবাশ্বির বাঙ্গালী, ব্যবসায় প্রশাসন বিভাগের মহসিন নাইম ও ইংরেজি বিভাগের তৈমুর সালেহিন তাউস। সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের হৃদয় মিয়া ওরফে রাহাত হাসান হৃদয়। সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শান্ত তারা আদনান ও পরিসংখ্যান বিভাগের তানভীর আহমেদ ওরফে তানভীর ইশতিয়াক।

উল্লেখ্য, গত ৮ মার্চ ব্যাচের নামকরণকে কেন্দ্র করে সংগর্ষে জড়ায় ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান ও সাবেক সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সহ-সভাপতি মামুন শাহ এর অনুসারীরা। এতে ২ শিক্ষার্থী আহত হয়েছিলেন। 


 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়