Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:৪৬, ১২ মার্চ ২০২৪

রমজানে স্কুল খোলা থাকবে 

উচ্চ আদালত, বাংলাদেশ, ঢাকা।

উচ্চ আদালত, বাংলাদেশ, ঢাকা।

রমজানে স্কুল খোলা থাকবে। রমজানে স্কুল খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। ফলে, রমজানে স্কুল খোলা রাখা নিয়ে সরকারি সিদ্ধান্ত বহাল থাকবে। 

মঙ্গলবার (১২ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। এর ফলে রমজানে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকছে। 

এর আগে গত রোববার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দিয়ে পবিত্র রমজানের সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রথম ১০ দিন এবং সরকারি-বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম ১৫ দিন চালু রাখার সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত রাখার আদেশ দেন। বিপরীতে রাষ্ট্রপক্ষ এই আদেশ স্থগিত চেয়ে কআপিল বিভাগে আবেদন করলে সোমবার বিষয়টি চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে। তবে এদিন এ বিষয়ে আপিল বিভাগ কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। 

সোমবার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম। অন্যদিকে রিট আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী এ কে এম ফয়েজ, সঙ্গে ছিলেন আইনজীবী মাহমুদা খানম।

পরে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ যে আবেদন করেছে, তা আগামীকাল (আজ) পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন চেম্বার আদালত। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়