শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ০৩:৩৭, ১৪ মার্চ ২০২৪
শাবির সহায়ক পরিবহন কর্মচারী সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক কামরুল

ছবি- আই নিউজ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহায়ক পরিবহন কর্মচারী সমিতির ২০২৪-২৫ মেয়াদের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মোঃ জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক হিসেবে কামরুল হাসান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৩ মার্চ) সকালে সমিতির সিলেকশন কমিটির আহ্বায়ক মোঃ মোসলেহ উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এতে জানানো হয়, গত ১২ মার্চ সমিতির অফিস কক্ষে সিলেকশন কমিটির মাধ্যমে সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। পরে বেলা দেড়াটর দিকে ভোট গননা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটি সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক পদে কামরুল হাসান ও কোষাধ্যক্ষ পদে শেখ মোবারক আলী নির্বাচিত হয়। নির্বাচনে মোট ৩৩জন ভোটারের বিপরীতে ৩২টি ভোট পড়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, গত ৩ মার্চ সমিতির সাধারণ সভায় ২০২৪-২৫ কার্যকরী সমিতি গঠনের লক্ষ্যে সর্বসম্মতিক্রমে সিলেকশন কমিটি গঠন করা হয়।
আই নিউজ/এইচএ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩