Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪, ২১ মার্চ ২০২৪

৪১তম বিসিএসের গেজেট প্রকাশ 

ফাইল ছবি

ফাইল ছবি

৪১তম বিসিএসের গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ গেজেট প্রকাশ করা হয়েছে। এতে ২ হাজার ৪৫৩ প্রার্থীর নামে এ গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে গত বছরের ৩ আগস্ট এই বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছিল পিএসসি। অর্থাৎ ৬৭ জন বাদ পড়েছেন।

নির্ধারিত শর্ত মেনে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৮ এপ্রিল সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগ দিতে বলা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আছেন ৩২১ জন। তারা সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।  

পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ১৫৩ জন, পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন ১০০ জন। বাকিরা অন্যান্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন।

উল্লেখ্য, ৪১তম বিসিএসে আবেদন করেন ৪ লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন।  

গত বছরের ১০ নভেম্বর ৪১তম  লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন।  গত ২৬ জুন শেষ হয় ৪১তম বিসিএস’র মৌখিক পরীক্ষা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়