Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি 

প্রকাশিত: ১৬:১১, ১ মে ২০২৪
আপডেট: ১৭:৩০, ১ মে ২০২৪

শাবিপ্রবিতে শিকড়ের ২ দিনব্যাপী পুনর্মিলনীতে মঞ্চ মাতাবে ‘আভাস’

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন শিকড়ের ২দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবে বাংলা গানের রক ব্যান্ড ‘আভাস’।

বুধবার (০১ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে শিকড়ের সভাপতি মোহাম্মদ আলী। তিনি জানান ২য় বারের মতো শিকড় আয়োজন করছে পুনর্মিলনী অনুষ্ঠান। এর আগে ২০১২ সালে প্রথমবারের মতো শিকড়ের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছিল।

আলী বলেন, এসো মিলি প্রাণের বন্ধনে দেখা হবে শিকড়ের টানে ‘পুনর্মিলনে শিকড়-২০২৪’ শিরোনামে ২ দিনব্যাপি অনুষ্টানে থাকবে নানা পরিবেশনা। অনুষ্ঠানের প্রথমদিন বৃহস্পতিবার ২রা মে সকাল ১১টায় সদস্যদের মাঝে সংগঠনটির প্রাক্তন ও বর্তমান সদস্যদের মাঝে সুভিনিয়র প্যাক ও টিশার্ট বিতরণ, দুপুর ১টায় কেক কাটা ও র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হবে। এরপর বিকাল সাড়ে ৫টায় কেন্দ্রীয় মিলনায়তনে 'ভব সাগরের নাইয়া' পরিবেশন এবং সন্ধ্যায় সাড়ে ৬টায় সংগঠনটির অগ্রজদের স্মৃতিচারণ ও পরিবেশনা অনুষ্ঠিত হবে।  

অনুষ্ঠানের ২য় দিন শুক্রবার ৩রা মে সকাল ১১টায় বাস্কেটবল মাঠে  খেলাধুলার ইভেন্ট এবং বিকাল ৪টায় বিনোদনমূলক ইভেন্ট ও র‍্যাফেল ড্রয়ের আয়োজন করার কথা রয়েছে। এই দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঞ্চ মাতাবে বাংলা গানের জনপ্রিয় রক ব্যান্ড ‘আভাস’। এছাড়া একইদিন থাকবে ‘নগরনাট’ ও ‘বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের’ পরিবেশনা।  

তিনি বলেন, পুনর্মিলনীতে শিকড়ের এলামনাই ও বর্তমান সদস্যদের পাশাপাশি টিকেট সংগ্রহ করে সকলেই উপভোগ করতে পারবেন এই পরিবেশনাগুলো। অনুষ্টানের টিকেট পাওয়া যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় শিকড়ের টেন্টে। পাশাপাশি অনলাইনে সংগ্রহ করা যাচ্ছে টিকেট। প্রোগ্রামের আগে বেন্যুতেও টিকেট পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।  

উল্লেখ্য, ‘মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানব বন্ধন’ এই স্লোগানকে ধারণ করে ১৯৯৫ সাল থেকে শুদ্ধ বাংলা সংস্কৃতি চর্চা করে আসছে সংগঠনটি।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়