Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৫, ৪ মে ২০২৪
আপডেট: ১৫:১৮, ৪ মে ২০২৪

শাবির ‘এসোসিয়েশন অফ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং’র ভিপি সাদমান সম্পাদক আবির

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পুর ও পরিবেশ কৌশল বিভাগের শিক্ষার্থীদের সংগঠন 'এসোসিয়েশন অফ সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং'র ২৯তম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। নতুন এই কমিটির ভিপি হিসেবে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো.সাদমান সাকিব এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বর্ষের মো. আজহারুল আনোয়ার আবির মনোনীত হয়েছেন। 

বৃহস্পতিবার  (০২ মে) সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সাধারন সম্পাদক তৈয়ব মাহমুদ প্রাচী, সহ-কোষাধ্যক্ষ সিরাজুল মোস্তফা রাব্বী, সাংগঠনিক সম্পাদক জেনীন আনোয়ার , নারী প্রতিনিধি মহসিনা ফাইজা নাবা, সাংস্কৃতিক সম্পাদক হোসাইন আহমেদ পিয়াল এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাহফুজুর রহমান জয় মনোনীত হয়েছেন।

এছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক মো. হানিফ , প্রকাশনা সম্পাদক সাফওয়ান আহমেদ নাবিল, সেমিনার বিষয়ক সম্পাদক তওরাত হোসাইন , প্রচার সম্পাদক আফতাব আহমেদ ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ওবায়দুল ইসলাম মিলু, দপ্তর সম্পাদক নুসরাত জাহান মিথিলা, ক্রীড়া সম্পাদক মো.আবির হাসান, আপ্যায়ন সম্পাদক মো. আলিফ নাওয়াজিশ, যোগাযোগ সম্পাদক তানজিম হাসান তামিম এবং সহ-আপ্যায়ন সম্পাদক জাবির হাসান  মনোনীত হয়েছেন।

পদাধিকার বলে এসোসিয়েশনের সভাপতি হিসেবে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মিছবাহ উদ্দিন এবং কোষাধ্যক্ষ হিসেবে সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রবিউল হক মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকাল ৫টায় ২৮তম কার্যনির্বাহি পরিষদের ভিপি অনন্যা সোহেলী চৌধুরী এবং সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ তিতাশ নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়