Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫২, ৭ মে ২০২৪
আপডেট: ১৭:০৬, ৭ মে ২০২৪

শাবিতে জাতীয় শুদ্ধাচার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়ন কর্মশালা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) জাতীয় শুদ্ধাচার কর্ম পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা (২০২৩-২৪) সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৭ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্টিত হয়। 

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির উপ-সচিব ও ফোকাল পয়েন্ট (এনআইএস) মো. আসাদুজ্জামান।  

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, আমরা এপিএ’তে ভালো অবস্থানে আছি। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণায় প্রতিনিয়ত ভালো করছে। এখন আমরা ওয়াল্ড র‌্যাংকিংয়ে ভালো করার জন্য কাজ করবো। ভালো অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। ভালো অবস্থানে থাকতে আমাদের যা কিছু করার দরকার সকলকে ঐক্যবদ্ধভাবে সেগুলো করতে হবে। 

এসময় উপাচার্য সংশ্লিষ্ট সকলকে ডি-নথির ব্যবহার ও কর্মকর্তাদের ডিজিটাল এটেন্ডেস সিস্টেম ব্যবহার করার জন্য বলেন। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-উপাচার্য অধ্যাপক ড.কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন এবং ইউজিসির সচিব ফেরদৌস জামান। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়