রাবি প্রতিনিধি
প্রথমবারের মতো রাবি সায়েন্স ক্লাবের উদ্যোগে ‘পরিবেশ সপ্তাহ’ পালন

ছবি- আই নিউজ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের সপ্তাহব্যাপী ‘আরইউএসসি পরিবেশ সপ্তাহ ২০২৪’ শুরু হয়েছে।
শনিবার (০১ জুন) সকাল সাড়ে ৮টায় ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনের চত্বরে গাছের চারা রোপণ করে এই আয়োজনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
এসময় রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান সেখানে গাছের চারা রোপণ করেন।
রাবি উপাচার্য সায়েন্স ক্লাবের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সায়েন্স ক্লাবের এই উদ্যোগ অন্যান্য সংগঠন ও প্রতিষ্ঠানকেও সচেতনতা সৃষ্টি ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে। সায়েন্স ক্লাব আগামীতেও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তাদের সক্রিয়তা অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মসূচিতে অন্যদের মধ্যে ক্লাবের সাবেক সভাপতি আবিদ হাসান, বর্তমান সভাপতি মাসুদ, সহ-সভাপতি সায়েম আলম, হাসান হাওলাদার, জিন্নাত আরা জেবিন, সাধারণ সম্পাদক শেখ সৈকতসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আজ প্রথম দিনের কর্মসূচিতে বেলা ২ টা ৩০ মিনিটে ‘আরইউএসসি এনভায়রনমেন্ট ক্যাম্প ২০২৪’ অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে, এনভায়রনমেন্ট অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগীতা এবং জীববৈচিত্র্য, স্মার্ট বর্জ্য ব্যবস্থাপনা, পার্থেনিয়াম ও জলাধার সংরক্ষণ বিষয়ক ওয়ার্কশপ।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা