Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ০৯:৩৩, ১৩ আগস্ট ২০২৪

আগামী এক সপ্তাহের মধ্যে এইচএসসি পরীক্ষার নতুন রুটিন

সর্বশেষ তথ্য অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যে এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত করা হবে। আর যে সকল শিক্ষার্থীরা এই রুটিন দেখতে আগ্রহী তারা অবশ্যই আমাদের পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন এবং দেখে নিন পূর্ণাঙ্গ রুটিনটি।

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয় গত ৩০ জুন থেকে। একই সঙ্গে সারা বাংলাদেশ জুড়ে এই পরীক্ষায় অনুষ্ঠিত হয়ে থাকলেও মাঝখানে গিয়ে থেমে যায়। মোট ছয়টা পরীক্ষা অনুষ্ঠিত হয় এরপরে শুরু হয় কোটা সংস্করণ আন্দোলনের চূড়ান্ত রূপ। সারা বাংলাদেশ জুড়ে আন্দোলন শুরু হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ হয়ে যায় এমনকি রাস্তায় চলাচল করা সম্ভব হয় না। প্রায় সকল শিক্ষার্থীরা এ সময় আন্দোলনে নেমে যায়। যার কারণে পরীক্ষা স্থগিত ঘোষণা করে দেওয়া হয়। এরপর দুই দুইবার পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও পরবর্তী সময় সেগুলো পিছিয়ে যায়। ৫ আগস্ট ২০২৪ সরকারের পদত্যাগের ফলে সারা বাংলাদেশ জুড়ে বন্ধ ঘোষণা করা হয়। এই সময় থেকে পরিবর্তন হতে থাকে বিভিন্ন মন্ত্রণালয়ের মত শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। সর্বশেষ তথ্য অনুযায়ী ১১ আগস্টে পরীক্ষা হওয়ার কথা থাকলেও,‌ সেটি পিছিয়ে দেওয়া হয়েছে।

কবে নাগাদ এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়টি নিয়েও রয়েছে বেশ চিন্তিত শিক্ষার্থীরা। সর্বশেষ তথ্য অনুসারে জানা গেছে আগামী এক সপ্তাহের মধ্যেই এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশিত করা হবে। আর একই সঙ্গে চালিয়ে দেওয়া হয়েছে আগামী এক মাসের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হতে হবে। পরীক্ষার রুটিন প্রকাশিত হওয়া মাত্রই পেতে হলে অবশ্যই আমাদের পত্রিকার শিক্ষা ও ক্যাম্পাস ক্যাটাগরি পড়ুন। একই সঙ্গে নোটিফিকেশন অন করে রাখুন তাহলে সঙ্গে সঙ্গে জানতে পারবেন সর্বশেষ আপডেট খবর গুলো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়