Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫১, ১৪ আগস্ট ২০২৪

১ মাস পর খুলল প্রাথমিক বিদ্যালয়

ফাইল ছবি

ফাইল ছবি

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে প্রায় এক মাস বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ বুধবার থেকে অবশেষে খুলেছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়। যদিও পুরোদমে ক্লাস কার্যক্রম শুরু হতে আরও কয়েকদিন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিত রায় দাশের স্বাক্ষর করা আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ৩ আগস্ট জারি করা অফিস আদেশের কার্যকারিতা রহিত করা হলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোয় পুরোদমে শ্রেণি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, বিদ্যালয় খুললেও দীর্ঘদিন বন্ধ থাকায় খোলার প্রথম দিন শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো তুলনামূলক কম। শিক্ষকরা বলছেন- দুই তিনদিন অতিবাহিত হলে বাচ্চারা আবার আগের মতো বিদ্যালয়ে আসা শুরু করবে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়