Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৭, ১৫ আগস্ট ২০২৪
আপডেট: ১৩:৫৭, ১৫ আগস্ট ২০২৪

শাবিতে নতুন ক্যাম্পাস এবং শিক্ষক-কর্মকর্তাদের চ্যালেঞ্জ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় অডিটরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মশালা। ছবি- আই নিউজ

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মশালা। ছবি- আই নিউজ

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে নতুন ক্যাম্পাস কেমন হবে এবং শিক্ষক ও কর্মকর্তাদের চ্যালেঞ্জ কি হবে এই  বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ আগস্ট) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কর্মশালার আয়োজন করে। 

কর্মশালায় শিক্ষক ও কর্মকর্র্তারা তাদের নানান প্রস্থাবনা তুলে ধরেন। ছাত্র আন্দোলনের নেতারা তাদের প্রস্থাবনাগুলো নোট আকারে তৈরি করেন। এসময় প্রায় দেড়শতাধিক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিল। সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব বলেন, শিক্ষক ও কর্মকর্তাদের কাছ থেকে মতামত নিচ্ছি। যেগুলো আমরা সমাধান করতে পারি সেগুলো সকলে মিলে সমাধান করব। আর বাকি বিষয়গুলো আমরা অন্তবর্তীকালীণ সরকারের কাছে উপস্থাপন করবো। সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। এসময় শিক্ষক কর্মকর্তারা গত পনোরো বছরের দু:শাসনের কথা বলতে গিয়ে বলেন, ’আমাদের মুখ বন্ধ ছিল। কোন কিছু বলতে পারিনি।’

এসময় শিক্ষক ও কর্মকর্তারা নানান প্রস্থাবনা তুলে ধরেন। তার মধ্যে উল্লেখযোগ্য, ক্যাম্পাস থেকে লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্রসংসদ নির্বাচন চালু করা, ক্যাম্পাসে দলীয় শিক্ষক রাজনীতি নিষিদ্ধ করা, শিক্ষক ও কর্মকর্তাদের প্রমোশনের ক্ষেত্রে বৈষম্য দূর করা, নিয়োগের ক্ষেত্রে লভিংয়ের চেয়ে মেধাকে প্রাধান্য দেওয়া, হলে শিক্ষার্থীদের মেধা ও অর্থনৈাতিক অবস্থার আলোকে সিট প্রদান করা, শিক্ষার্থীদের আবাসন সংকট লাঘব করা, বৈষম্যহীন মনোভাবী নতুন প্রশাসন তৈরি করা, বিশ্ববিদ্যালয়ের আইনের সঠিক প্রয়োগ করা, আবাসিক হলের শিক্ষার্থীদের দীর্ঘ দিনের প্রত্যাশিত  মসজিদ বিনির্মানের কাজ দ্রুত শুরু করা, হলের মানসম্মত খাবার নিশ্চিত করা, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খেলাধুলার পরিবেশ তৈরি করা, আধুনিক মেডিকেল সেবা নিশ্চিত করতে মানসম্মত ডাক্তার ও নার্স নিয়োগ করা, ‘বিজয় ২৪’ নামে চেতনা ফলক ও কর্ণার নির্মান করা, বিশ্ববিদ্যালয়কে মাদক ও অস্ত্রের ঝনঝনানি মুক্ত করা ও বৈষম্য নিরসনে কমিটি করাসহ নানান প্রস্থাবনা তুলে ধরেন তারা। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাজেদুল করিম, ড.আশরাফ সিদ্দিকি, জি এম রবিউল, অধ্যাপক আশরাফ উদ্দিন, ড. রেজাউল ইসলাম, অধ্যাপক জামাল উদ্দিন, ড. মোহাম্মদ মোজাম্মেল হোসেন, আফম জাকারিয়া, মিজানুর রহমান, ইফতেকার আহমদ, ড. নজরুল ইসলাম, ড.নজরুল, বেলাল হোসেন শিকদার, ড. নিজাম উদ্দিন, গোলাম আলী হায়দার, রাজইক মিয়া, জয়নাল আবেদীনসহ বিশ্ববিদ্যালয়ের নানান পর্যায়ের কর্মকর্তারা।  

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়