সাগর শুভ্র, শাবি প্রতিনিধি
শাবিতে কাওয়ালী ও বিপ্লবী গানের আসর ১৩ সেপ্টেম্বর
ছবি- আই নিউজ
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ হওয়া সকলের স্মরণে কাওয়ালী ও বিপ্লবী গানের আসরের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চ।
বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন বিপ্লবী সাংস্কৃতিক মঞ্চের আয়োজকেরা। তারা জানান, আগামী ১৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এই অনুষ্ঠান শুরু হবে।
শাবির সাংস্কৃতিক অঙ্গনে ব্যতিক্রমী এই আয়োজনে উচ্চস্বিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। ইতোমধ্যে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন দেশব্যাপি সাড়া পেয়েছে। তাই শাবিপ্রবিতে এই আয়োজনকে কেন্দ্র করে অপেক্ষার প্রহর গুনছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হেদায়েত আলী সাব্বির বলেন, এরকম আয়োজনের সত্যিই ভালো লাগার। আমি মনে করি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এরকম আয়োজন সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল করবে। ইতোমধ্যে দেশের অনেক বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন গুলো দেখে মনের মধ্যে একটি ভালো ধারণা জন্ম নিয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আযাদি মঞ্চসহ সিলেটের ও শাবিপ্রবির সাংস্কৃতি কর্মীরা এই আয়োজনে অংশগ্রহণ করবে।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া