শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে ক্লাস শুরু ও পরীক্ষার দাবিতে অবস্থান কর্মসূচি
শাবিতে ক্লাস শুরু ও পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি- আই নিউজ
দ্রুত ক্লাস,পরীক্ষা চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি (শাবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ দাবি জানান শিক্ষার্থীরা। এসময় আগামী রবিবারের মধ্যে উপাচার্য নিয়োগের আল্টিমেটাম দেন শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলওয়ার হোসেন শিশির, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের কিরণ হাওলাদার ও মুরাদ, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মোস্তাকিম বিল্লাহ, স্থাপত্যবিদ্যা বিভাগের আবু তায়েব, সমাজকর্ম বিভাগের আজাদ শিকদার ও রাজিয়া পারভীন পিংকি প্রমূখ।
এসময় বক্তারা বলেন, করোনা ও ভিসি বিরোধী আন্দোলনের ফলে আমরা বড় ধরনের সেশনজটে পড়ি। সেই ধাক্কা কাটিয়ে না উঠতেই ফের সাড়ে তিনমাস ধরে ক্লাস পরীক্ষা থেকে দূরে রয়েছি। যার ফলে ৪ বছরের কোর্স ৬ বছরে শেষ করা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই এই সংকট কাটিয়ে উঠতে দ্রুত ক্লাস পরীক্ষা চালুর দাবি জানান তারা।
এদিকে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শাবির ২০১৯-২০ সেশনের শিক্ষার্থীরা চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার রয়েছেন। ফলে ৬বছরেও স্নাতক শেষের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এছাড়া প্রশাসন নিয়োগ না হওয়ায় দীর্ঘমেয়াদি সেশনজটের আশঙ্কা করছেন অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ জুলাই ঈদুল আযহা ও গ্রীষ্মকালীন ছুটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ টানা প্রায় সাড়ে ৩মাস ক্লাস পরীক্ষার বাইরে রয়েছে শাবিপ্রবির শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকার পতনের পর শিক্ষার্থীদের আলটিমেটামে পদত্যাগ করেন উপাচার্যসহ ৮৩ প্রশাসনিক ব্যক্তিত্ব। উপাচার্যের পদত্যাগের ১ মাস পার হলেও নতুন উপাচার্য পায়নি বিশ্ববিদ্যালয়টি।
আই নিউজ/এইচএ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৩
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- গুচ্ছ ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৩
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা
- স্বপ্ন চার্টার্ড একাউন্টেন্ট হওয়া
টিউশনী করে পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পেল সরকারি কলেজের সুমাইয়া