Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ জুন ২০২৫,   আষাঢ় ৫ ১৪৩২

পলি রানী দেবনাথ

প্রকাশিত: ১৭:৫৪, ৭ অক্টোবর ২০২৪
আপডেট: ১৮:৪৪, ৭ অক্টোবর ২০২৪

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল ডের উদ্বোধন

“স্কুল ডে” উদযাপনের উদ্ধোধনী অনুষ্ঠানের মঞ্চ। ছবি- আই নিউজ

“স্কুল ডে” উদযাপনের উদ্ধোধনী অনুষ্ঠানের মঞ্চ। ছবি- আই নিউজ

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিখন-শেখানো প্রক্রিয়ার সহপাঠক্রমিক কার্যাবলীর অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে দুদিনব্যাপী “স্কুল ডে” উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার (০৭ অক্টোবর) সোমবার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ১ম দিনের অংশ হিসেবে উদ্বোধনী অনুষ্ঠান, বিজ্ঞান অলিম্পিয়াড, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মইনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।

এ সময় তিনি বলেন, উন্নত বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও স্বনির্ভর করে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের শুধু পড়ালেখা করলে হবে না মানবিক মানুষ হতে হবে। 

আনজুম মৌনতা ও মেহজাবিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি নজরুর ইসলাম মুহিব, সহকারী প্রকৌশলী মোহাম্মদ শামিম, রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মো. মেহেদী হাসান।

আলোচনা সভা শেষে জাতীয় পর্যায়ে পুরষ্কার প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

বিজ্ঞান ক্লাব, ডিবেটিং ক্লাব, বইপড়া ক্লাব ও সক্রিয় নাগরিক ক্লাবের আয়োজনে শিক্ষার্থীদের উদ্ভাবিত পরিবেশ উন্নয়ন, সুষ্ঠু নগর পরিকল্পনা প্রণয়ন, বিদ্যুৎ উন্নয়নসহ প্রভৃতি প্রকল্প ঘুরে দেখেন। প্রকল্পের বিভিন বিষয়ে জেলা প্রশাসক শিক্ষার্থীদের প্রশ্ন করেন। 

এছাড়াও জেলা প্রশাসক ফিতা কেটে বইয়ের কোরাস নামে বইমেলার উদ্বোধন করেন। 

অনুষ্ঠানের ২য় দিনে (০৮ অক্টোবর) মঙ্গলবার সাংস্কৃতিক উৎসব,বিতর্ক প্রতিযোগীতা ও  সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়