Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

সাগর শুভ্র, শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১১:৩৭, ১২ অক্টোবর ২০২৪

ফের শাবিপ্রবির শাহপরান হলে বিপুল পরিমাণ অস্ত্র ও মদের বোতল উদ্ধার

শাবিপ্রবির শাহপরান হল থেকে উদ্ধারকৃত অস্ত্রসস্ত্র। ছবি- আই নিউজ

শাবিপ্রবির শাহপরান হল থেকে উদ্ধারকৃত অস্ত্রসস্ত্র। ছবি- আই নিউজ

ফের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাহপরাণ হলে বিপুল পরিমাণ জিইআই পাইপ, রামদা, চাইনিজ কোড়াল, চাকু, নেশা সরঞ্জাম, মদের বোতল, স্ট্যাম্প, রড ও হেলম্যাট উদ্ধার করা হয়েছে।  

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ। 

তিনি জানান, গত ৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির অভিযানে ও ১০ অক্টোবর হলের কর্মচারীরা রুম পরিষ্কার করতে গিয়ে দেশীয় অস্ত্র ও মাদক সামগ্রীগুলো উদ্ধার করে। হলের ১০৬, ২০২, ৪১৭, ৪১৯, ৪২৩, ৪২৪ ও ৪২৭ নাম্বার রুম গুলোতে এই অবৈধ সরঞ্জাম গুলো পাওয়া যায়। 

এ বিষয়ে শাহপরাণ হলের প্রভোস্ট ইফতেখার আহমদ বলেন, যে যে রুম গুলোতে অবৈধ সরঞ্জাম গুলো পাওয়া গিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তীতে যদি কেউ এই ধরনের অপরাধমূলক কাজে জড়িত পাওয়া যায় তাদের বিরুদ্ধে বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, এই বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাদের রুমে এই অস্ত্র ও মাদক সামগ্রী পাওয়া গিয়েছে এদের কেউ যদি হলের নতুন সিট বণ্টন প্রক্রিয়ায় সিট পেয়ে থাকে তাহলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, বিগত শেখ হাসিনা স্বৈরাচারের আমলে তার দোসর ছাত্রলীগ বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে অস্ত্রাগারে পরিণত করেছিল। গত ১৭ জুলাই ছাত্রদের তল্লাশি করেও প্রচুর অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছিল। তিনি এই অপরাধমূলক কার্যক্রমের সাথে জড়িত সকলের শাস্তি দাবি করেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়