শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৭:৪৯, ২০ মার্চ ২০২৫
শাবিতে একসাথে দেড় হাজার শিক্ষার্থীর ইফতার, গড়েছে ভ্রাতৃত্বের অনন্য উদাহরণ

স্টুডেন্ট এইড সাস্টের আয়োজনে গণ ইফতারে শিক্ষার্থীরা।
প্রথম রমজানেই সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) একসাথে দেড় হাজার শিক্ষার্থী ইফতার করেছেন। আজ রবিবার (২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় এই গণ ইফতারের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট এইড সাস্ট’ নামক একটি সংগঠন।
সংগঠনটির সভাপতি শাকিল মাহমুদ বলেন, আজকের গণ ইফতারে শাবিপ্রবির শিক্ষার্থীরা ভ্রাতৃত্বের এক অনন্য নিদর্শন দেখিয়েছেন। আমরা ১২শত শিক্ষার্থী জন্য ইফতারের আয়োজন করতে পেরেছিলাম। তবে প্রায় ১৫শত শিক্ষার্থী চলে আসে। পরবর্তীতে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে আমাদের গণ ইফতার সফল করেছেন। যেটা সত্যিই প্রশংসার দাবি রাখে।
তিনি আরো বলেন, ‘গতবছর আমাদের বিশ্ববিদ্যালয়ে ইফতার আয়োজনের উপর নিষেধাজ্ঞা দেয় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রশাসন। যার প্রতিবাদ জানিয়ে সাস্টিয়ানরা সবাই মিলে গণ ইফতার কর্মসূচি পালন করে। সবাই মিলে ইফতার করার সাথে শুধু আমাদের ধর্মীয় বিষয় জড়িত নয়, এটা বাঙালির হাজার বছরের সংস্কৃতি।’
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মহিবুর রহমান সুজন বলেন, স্টুডেন্ট এইড সাস্টের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। তাদের এই কর্মসূচি সাস্টিয়ানদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। পাশাপাশি প্রত্যাশা রাখি, তারা তাদের এই কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যাহত রাখবেন।
গণ ইফতারে স্টুডেন্ট এইড সাস্টের সভাপতি শাকিল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ এছাক মিয়া, বিশেষ অতিথি হিসেবে সংগঠনটির উপদেষ্টা ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে ইসলামী সংগীত পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ‘অঙ্গীকার সাংস্কৃতিক সংসদ’র সদস্যরা। এতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মাওলানা মতিউর রহমান।
সাগর/আইনিউজ
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- রাজউক উত্তরা মডেল কলেজ ভর্তি যোগ্যতা ২০২৩