Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৫:১৫, ২৯ নভেম্বর ২০২১

বাংলাদেশে আসছেন ভারতের পার্নো মিত্র

পার্নো মিত্র

পার্নো মিত্র

বাংলাদেশের সিনেমায় আবারও অভিনয় করতে যাচ্ছেন ভারতের পার্নো মিত্র। যিনি কলকাতার সিনেমায় বেশ কিছু আলোচিত প্রোজেক্টে কাজ করে প্রশংসিত হয়েছেন। তার ঝুলিতে রয়েছে ‘দত্ত ভার্সেস দত্ত’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’র মতো সিনেমা।

বাংলাদেশে ‘বিলডাকিনী’ নামের একটি সিনেমায় পার্নো মিত্র যুক্ত হয়েছেন। যেটা নির্মাণ করবেন ফজলুল কবীর তুহিন। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটিতে অভিনেত্রীকে দেখা যাবে মোশাররফ করিমের বিপরীতে।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং। এর চিত্রায়ন হবে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার প্রত্যন্ত অঞ্চলে। এ জন্য আগামী ১২ ডিসেম্বর বাংলাদেশে আসছেন পার্নো মিত্র। গণমাধ্যমের কাছে খবরটি জানিয়েছেন নির্মাতা।

তিনি জানান, কলকাতা থেকে প্রথমে ঢাকায় আসবেন পার্নো। এরপর সোজা চলে যাবেন নওগাঁয়। সেখানেই ১৩ ডিসেম্বর থেকে অংশ নেবেন শুটিংয়ে।

২০২০-২০২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে ‘বিলডাকিনী’। পাশাপাশি প্রযোজনায় থাকছে ডাটা সলিউশন। কথাসাহিত্যিক নূরদ্দিন জাহাঙ্গীরের একই নামের উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে সিনেমাটির চিত্রনাট্য। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। সিনেমাটিতে মোশাররফ করিম ও পার্নো ছাড়া থাকছেন আরেক গুণী অভিনেতা লুৎফর রহমান জর্জ।

উল্লেখ্য, এর আগে পার্নো মিত্রকে বাংলাদেশের আরও একটি সিনেমায় দেখা গেছে। সেটার নাম ‘ডুব’। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ইরফান খানের বিপরীতে। সিনেমাতি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে।

আইনিউজ/এসডিপি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়