Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৮ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:০৪, ১৩ মে ২০২২

১ কোটির রেকর্ড গড়ল ‘ব্যাচেলরস রমজান’

ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে জনপ্রিয় নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’র বিশেষ পর্ব ‘ব্যাচেলরস রমজান’। টেলিফিল্ম আকারের এ পর্বটি ৬ মে (শুক্রবার) রাত ৯টায় ইউটিউবে মুক্তি পায়।

মুক্তির প্রথম তিন ঘণ্টাতেই রেকর্ড গড়েছে ‘ব্যাচেলরস রমজান’ নামের এই পর্বটি। এত কম সময়ে ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে টেলিফিল্মটি। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক কাজল আরেফিন অমি।

কিন্তু এবার আরো একটি রেকর্ড গড়ল টেলিফিল্মটি। ‘ব্যাচেলরস রমজান’ মাত্র ৬ দিনে ১ কোটি ভিউ অতিক্রম করেছে। দেশের ইউটিউব ইতিহাসে এর আগে কোনো ভিডিও এত কম সময়ে এই মাইলফলক স্পর্শ করতে পারেনি।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা অমি আরো জানান, ব্যাচেলর পয়েন্ট এর অভিনেতাদের নিয়ে এর আগে ব্যাচেলর ট্রিপ, ব্যাচেলর ঈদ ও ব্যাচেলর কোয়ারেন্টাইন নির্মাণ করা হয়েছে যার জন্য এবার রমজানের দৃশ্যপট তুলে ধরতে এই টেলিফিল্ম। 

‘ব্যাচেলরস রমজান’-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম, শিমুল শর্মা, ফারিয়া শাহরিন, সাবিলা নূর, মনিরা মিঠু, সানজানা সরকার রিয়া প্রমুখ। 

আইনিউজ/এমজিএম

 

দেখুন আইনিউজ ভিডিও

জাফলংয়ে পর্যটকদের ওপর হামলায় ৫ জন কারাগারে

জাফলংয়ে পর্যটক পেটানো সেই স্বেচ্ছাসেবকদের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি

সিলেট বিভাগের সবচেয়ে বড় এ ঈদগাহে নামাজ পড়বে ১৬ হাজার মানুষ

শহরে বেদে নারীদের চাঁদাবাজি, তাদের লক্ষ্য নিরীহ পথচারী ও যাত্রী

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়