Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৮:১৯, ২৩ জুন ২০২২
আপডেট: ১৮:২৫, ২৩ জুন ২০২২

স্বামীসহ ত্রাণ নিয়ে সিলেটে নায়িকা মাহিয়া মাহী

বুধবার রাতে ফেসবুকে এই ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘আমরা যাচ্ছি’

বুধবার রাতে ফেসবুকে এই ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘আমরা যাচ্ছি’

সিলেটের বন্যাকবলিত মানুষকে ত্রাণ সহায়তা করতে ত্রাণ নিয়ে এগিয়ে আসছেন নানান শ্রেণীপেশার মানুষ। সিনেমা পাড়ার নায়ক-নায়িকাদেরকেও দেখা গেছে বন্যার্তদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে আসতে। এবার এগিয়ে সিলেটে ত্রাণ সহায়তা দিতে স্বামীসহ সিলেটে এলেন সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহী।

বুধবার (২২ জুন) রাতে কন্টিনারে করে প্রায় ৫ হাজার মানুষদের জন্য ত্রাণ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেন এই নায়িকা।

এর আগে ফেসবুক লাইভে এসে মাহি সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন। কীভাবে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যায় সে বিষয়েও ভক্তদের কাছে পরামর্শ চান তিনি।

বুধবার (২২ জন) দিবাগত রাতে ফেসবুকে ছবি শেয়ার করে মাহি ক্যাপশনে লেখেন, ‘আমরা যাচ্ছি’।

বিষয়টি নিয়ে মাহিয়া মাহির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আর রাকিব বনাকবলিত ৫ হাজার মানুষদের জন্য আমরা শুকনো খাবার নিয়ে এসেছি। বন্যাকবলিত যেসব এলাকায় ত্রাণ পৌঁছায়নি, সেসব স্থানে ত্রাণ দেবো আমরা।

এর আগে বন্যাকবলিত মানুষদের জন্য চিত্রনায়ক অনন্ত জলিল, খল-অভিনেতা ডিপজল ও শিল্পী সমিতির পক্ষ থেকে ত্রাণ পাঠাতে দেখা গেছে।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন দারুণ সব ভিডিও

নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন সিলেটবাসী | Sylhet Flood || Eye News

মৌলভীবাজারে বন্যা, জলমগ্ন টিবি হাসপাতাল রোড

Sylhet-Sunamganj Flood | ঘরে থৈ-থৈ পানি, নেই খাবার পানি, বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই | Eye News

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়