Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

ইমরান আল মামুন

প্রকাশিত: ১৮:২২, ২৮ ডিসেম্বর ২০২৩

সালার মুভি বক্স অফিস কালেকশন

পুরো ভারতবর্ষ কাপাচ্ছে দক্ষিণ ভারতের সালার মুভি। আজকে আমরা সালার মুভি বক্স অফিস কালেকশন সম্পর্কে জানব। প্রতিবেদনটির মাধ্যমে প্রশান্ত নীলের পরিচালিত এই মুভি সম্পর্কেই তুলে ধরা হচ্ছে আজকে প্রতিবেদনে।

Salary Box Office Collection

গত ২২ ডিসেম্বর মুক্তি পেয়েছে সাউথ ইন্ডিয়ান মুভি সালার। বলা হচ্ছে কেজিএফের একটি অংশ। তবে কেজিএফ চ্যাপ্টার তিন মুক্তি পাওয়ার সময় বলা যাবে কতটা যুক্ত হয়েছে তার সাথে। এদিকে শুরুর দিক থেকে ধাপিয়ে বেড়াচ্ছে এই মুভি বক্স অফিস কালেকশনের দিক থেকে। প্রথম দিনে বক্স অফিসের কালেকশনের দিক থেকে আয় ছিল ১২০ কোটি রুপির মত। অন্যদিকে আজ চলমান রয়েছে সাত দিন। ৭ দিনে মোট ইনকাম হয়েছে সারা বিশ্ব থেকে সর্বমোট ৫৫০ কোটি রুপি। যা ইতিমধ্যে ২০২৩ সালের মুভি গুলোর সকল রেকর্ড এমনকি ইতিপূর্বের অনেক মুভি রেকর্ড ভেঙে দিয়েছে।

এর সাথে সংযুক্ত সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছে খুব দ্রুত ১০০০ কোটি রুপি অর্থ আয় করে নেবে এই মুভি। অন্যদিকে যারা হলে গিয়ে মুভি দেখতে পারছেনা তারা এই মুভিটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। আমরা সালার মুভি বক্স অফিস কালেকশন সম্পর্কে জানার পাশাপাশি এর অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নেই।

  • পরিচালক : প্রশান্ত নীল
  • প্রযোজক : বিজয় কিরগণ্ডুর
  • চিত্রনাট্যকার : প্রশান্ত নীল
  • কাহিনিকার :প্রশান্ত নীল
  • মূল চরিত্রে : প্রভাস,পৃথ্বীরাজ সুকুমারন,শ্রুতি হাসান, জগপতি বাবু
  • সুরকার : রিয়াদ আহমদ
  • চিত্রগ্রাহক : ভুবন গৌড়া
  • সম্পাদক : উজ্জ্বল কুলকার্নি
  • প্রযোজনা : কোম্পানি হাম্বল ফিল্মস
  • মুক্তি: ২২ ডিসেম্বর ২০২৩
  •  
  • মুভির সময়কাল : ১৭৭ মিনিট
  • দেশ : ভারত
  • ভাষা : তেলুগু
  • নির্মাণব্যয় : আনুমানিক ২৭০ কোটি

এক দিকে সালার বক্স অফিস কালেকশনের ঝড় উঠেছে। অন্যদিকে শাহরুখ খানের অভিনীত ডানকি মুভি বেশ পিছিয়ে যাচ্ছে। সেই মুভির বিস্তারিত তথ্য এবং বক্স অফিস কালেকশন সম্পর্কে জানার জন্য আমাদের আপডেটের সঙ্গে থাকুন।

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়