Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ১৩:৩৪, ১৯ আগস্ট ২০১৯
আপডেট: ১৩:৩৪, ১৯ আগস্ট ২০১৯

শাবির ভর্তি পরীক্ষা ২৬ অক্টোবর

সিলেট : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার (১৯ আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন। তিনি বলেন, সভায় ভর্তি পরীক্ষা উপলক্ষে ৩৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে স্কুল অব এগ্রিকালচারাল এন্ড মিনারেল সায়েন্সের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল উদ্দিনকে সভাপতি ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আনোয়ার হোসাইনকে সদস্য সচিব করা হয়। এ বিষয়ে অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল উদ্দিন বলেন, আগামীকাল মঙ্গলবার (২০ আগস্ট) থেকে আমরা ভর্তি পরীক্ষার মূল কাজ শুরু করব। আমি ইতিমধ্যে সদস্য সচিবেরর সাথে আলাপ করেছি। আগামীকাল কমিটির সদস্যরা বসে পরীক্ষার সময়সূচী ঠিক করবেন। আইনিউজ/এসডি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়