Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ জুলাই ২০২৫,   শ্রাবণ ৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৪৬, ১৫ নভেম্বর ২০২১
আপডেট: ১৪:৪৭, ১৫ নভেম্বর ২০২১

স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমালেন জাপানের সাবেক রাজকুমারী

রাজকীয় মর্যাদা, পদবী ও সম্পদ ছেড়ে ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন জাপানের রাজকুমারী মাকো। এবার তিনি স্বামীর সঙ্গে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে।

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, সেখানে তিনি ও তার স্বামী শুরু করবেন নতুন জীবন। রোববার নতুন জীবনসঙ্গী কেই কোমুরোকে নিয়ে একটি বাণিজ্যিক ফ্লাইটে করে নিউইয়র্কের উদ্দেশে টোকিও ছেড়েছেন তিনি।

ফোর্ডহ্যাম ইউনিভার্সিটির ল স্কুল থেকে স্নাতক করা কোমুরো বর্তমানে নিউ ইয়র্কের একটি আইন সংস্থায় চাকরি করছেন। তবে তিনি এখনো তার বারের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।

আরও পড়ুন : ভালোবাসার মানুষকে বিয়ে করে রাজকুমারীর মর্যাদা হারালেন মাকো

টোকিওতে তাদের বিবাহের পর কোমুরো সাংবাদিকদের বলেন, আমি মাকোকে ভালোবাসি। বড় কোনো অনুষ্ঠান ছাড়া খুব সাদামাটাভাবে তারা বিবাহের আয়োজন করেন। যাকে আমি ভালোবাসি তার সঙ্গেই থাকতে চাই বলেও জানান কোমুরো।

জাপানি রাজপরিবারের নিয়ম অনুযায়ী, রাজপুত্র অথবা রাজকুমারীরা রাজবংশের বাইরে সাধারণ পরিবারের কাউকে বিয়ে করলে রাজকীয় পদমর্যাদা হারায় এবং তাদের রাজপ্রাসাদের সবকিছু থেকে তাদেরকে বঞ্চিত হতে হয়।

তবে জাপানে রাজপরিবারে এমন ঘটনা নতুন নয়। এর আগেও সাধারণ পরিবারে ছেলেকে ভালোবেসে বিয়ে করে রাজকীয় মর্যাদা ত্যাগ করেন অনেক রাজকুমারী। তবে সেসময় এত সমালোচনা বা আলোচনা হয়নি। ঠিক যেভাবে হয়েছে মাকোর ক্ষেত্রে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও জাপানের স্থানীয় গণমাধ্যমে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ