Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫,   শ্রাবণ ৬ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, আইনিউজ

প্রকাশিত: ১২:০২, ২৮ জানুয়ারি ২০২২

কানাডায় এক বাড়ির ভেতর চার মরদেহ

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের রিচমন্ড আবাসিক এলাকার একটি বাড়িতে ৪টি মরদেহ পাওয়া গেছে। পুলিশ বলছে, নিহতরা একে অপরকে চিনত এবং সোমবার সন্ধ্যায় তাদের গুলি করে হত্যা করা হয়।

মঙ্গলবার ব্রিটিশ কলাম্বিয়ার রিচমন্ড-এর একটি বাড়িতে চারজনকে মৃত অবস্থায় পাওয়া যাওয়ার পর আরসিএমপির হোমিসাইড ইউনিট তদন্ত শুরু করেছে। আরসিএমপি জানিয়েছে যে, মঙ্গলবার গভীর রাতে ভ্যাঙ্কুভারের দক্ষিণে শহরের গার্ডেন সিটি রোডের 4500-ব্লকে পুলিশ অফিসারদের ডাকা হয়। তাদের বিবৃতি অনুসারে তারা বাড়ির ভিতরে প্রবেশ করলে চারজনকে মৃত অবস্থায় দেখতে পান।

পুলিশ প্রতিবেদন বলছে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে নিহতদের গুলি করে হত্যা করা হয়েছে এবং তদন্তকারীরাও প্রাথমিকভাবে  এটাকে "টার্গেটেড শ্যুটিং" বলে ধারণা করছেন। তবে পুলিশ ঘটনার সাথে কোনো গ্যাং সহিংসতার সংশ্লিষ্টতা আছে বলে মনে করছে না।

স্থানীয় বাসিন্দা কর্নেলিয়াস কিপটাম ঘটনাস্থল থেকে কিছু দূরেই থাকেন। তিনি বলেছেন যে তিনি সোমবার বাড়িতেই ছিলেন এবং অস্বাভাবিক কিছু শুনতে পাননি। কিপটাম জানান যে তিনি চার বছর ধরে এই ব্লকে বসবাস করেছেন এবং কখনই অনিরাপদবোধ করেননি। তবে তার অন্যান্য প্রতিবেশীরা সেই রাতে একটি বিকট শব্দ শোনার কথা উল্লেখ করেছেন।

ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম (IHIT) এর সার্জেন্ট ড্যাভিড লির প্রেস ব্রিফিংয়ে জানান, "এটি একটি মর্মান্তিক ঘটনা। আমাদের তদন্তকারী টিম এই ঘটনাটি উদ্ঘাটিত হওয়ার সাথে সাথে তথ্যের সন্ধানে এলাকাটি পরিদর্শন করছেন। আশা করি শীঘ্রই আমরা সন্তোষজনক তথ্য দিতে পারব।"

CBC News থেকে সংগৃহীত

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও

প্রাণ দেবো, তবু ভিসির পদত্যাগ চাই` | কাফন মিছিলে শাবিপ্রবি শিক্ষার্থীরা | Eye News

শিক্ষার্থীরা লড়ছে মৃত্যুর সাথে, অসুস্থদের অ্যাম্বুলেন্সে নেওয়া হচ্ছে হাসপাতালে

মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আমরণ অনশন চালাচ্ছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা

উত্তাল শাবিপ্রবি, শিক্ষার্থীদেরে মশাল মিছিল

 

Green Tea
সর্বশেষ