Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫২, ১১ মার্চ ২০২২

ইউক্রেনের রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার সামরিক বহর

স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে রাশিয়ার দীর্ঘ কনভয়ের একাংশ

স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে রাশিয়ার দীর্ঘ কনভয়ের একাংশ

ইউক্রেনে অবস্থান করা রাশিয়ার শক্তিশালী এবং দীর্ঘ সামরিক বহর (কনভয়) ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে এগুচ্ছে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ এক প্রতিরক্ষা কর্মকর্তা জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের রাজধানীর দিকে তিন মাইল এগিয়েছে রুশ সেনারা। স্যাটেলাইট ইমেজ এবং যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসি ও স্কাই নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, কিয়েভের কাছে একটি রাশিয়ান বহরের আশপাশের অঞ্চলে রুশ বাহিনী পুনরায় জড়ো হয়েছে। যা কিয়েভে আরও বড় পরিসরে হামলার ইঙ্গিত দিচ্ছে।

ম্যাক্সার টেকনোলজিস অনুসারে, বহরটি, যা শেষবার কাছাকাছি আন্তোনভ বিমানবন্দরের উত্তর-পশ্চিমে দেখা গিয়েছিল। আশপাশের শহরেও চলে গেছে তারা। স্যাটেলাইট চিত্রগুলো দেখায় যে, উত্তরের রুশ বহরের অন্যান্য অংশগুলো লুবিয়াঙ্কার কাছে অবস্থান নিয়েছে। কাছাকাছি অঞ্চলে আর্টিলারিও স্থাপন করেছে।

বর্তমানে ইউক্রেনের উত্তারঞ্চলের চেরনিহিভ শহর পুরোপুরি ‘বিচ্ছিন্ন’ অবস্থায় রয়েছে, জানান এ কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের এ প্রতিরক্ষা কর্মকর্তা জানান,  রাশিয়ার হামলা শুরুর পর থেকে ৭৭৫টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেনে।

এর আগে বৃহস্পতিবার কিয়েভের মেয়র বলেছিলেন, কিয়েভ সশস্ত্র নাগরিকদের দ্বারা সুরক্ষিত রয়েছে এবং দুর্গে পরিণত হয়েছে।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ