Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪, ২৭ এপ্রিল ২০২২

ইউক্রেন সংলগ্ন রাশিয়ার তিন প্রদেশে সিরিজ বিস্ফোরণ

ইউক্রেনের সীমান্তবর্তী তিনটি রাশিয়ান প্রদেশে বুধবার ভোররাতে ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। একই সময়ে ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরদ প্রদেশের গোলাবারুদের একটি ডিপোতেও আগুন ধরে যায়।

বেলগোরোডের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে,বিস্ফোরণে কোনও বেসামরিক আহত হয়নি। বিস্ফোরণেরে পর স্টারয়া নেলিডোভকা গ্রামের কাছে একটি অবকাঠামোতে আগুন ছড়িয়ে পড়ে। আমাদের পরিষেবাগুলি তা দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বেলগোরদ প্রদেশটি ইউক্রেনের লুহানস্ক,সুমি এবং খারকিভ অঞ্চলের সীমানা ঘেঁষে অবস্থিত। দুই মাস আগে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর প্রথম দিকে এই অঞ্চলগুলোতে প্রবল যুদ্ধ দেখা গেছে।

ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক প্রদেশের গভর্নর রোমান স্টারোভয়েট বলেছেন, বুধবার ভোরে কুরস্ক শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা সম্ভবত বিমান প্রতিরক্ষা ব্যবস্থার গুলি চালানোর শব্দ ছিল।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ইউক্রেন সংলগ্ন আরেকটি প্রদেশের প্রশাসনিক কেন্দ্র ভোরোনজে দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয় কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

লাউয়াছড়ায় ঘন্টায় ২০ কিলোমিটার গতিসীমা

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সর্বশেষ