Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৯, ২৫ অক্টোবর ২০২২

৩ প্রজন্ম ধরে ভারতের বাইরে ঋষি সুনাকরা

ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক

বর্তমান সময়ের আলোচিত ইস্যুগুলোর একটি ইংল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। মাত্র ৪২ বছর বয়সে একসময়ের ভারতের শাসক ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে এশিয়াসহ আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গণে তাক লাগিয়ে দিয়েছেন যেন ঋষি সুনাক। ভারতীয় বংশোদ্ভূত এই যুবকের ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার খবরে অনেকেই উচ্ছসিত। আবার কেউ কেউ বলছেন এর পেছনে ভূমিকা আছে গোটা এশিয়ার সাফল্যের।

ইংল্যান্ডের সাউদাম্পটনে ঋষি সুনাকদের পরিবারকে স্থানীয়রা প্রচুর টাকা পয়সার মালিক বলে ভাবেন। তাছাড়া, ইংল্যান্ডে ধনকুবেরদের নিয়ে করা এক তালিকায়ও সুনাক পরিবারের নাম পাওয়া গেছে।

কয়েকজন বিশেষজ্ঞ মনে করেন যে ঋষি সুনাকের প্রধানমন্ত্রী হওয়া একটা ঐতিহাসিক ঘটনা - ঠিক যেরকমটা হয়েছিল ২০০৮ সালে বারাক ওবামা যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। ঋষি সুনাকের আগেও অবশ্য এশিয়রা ব্রিটেনের রাজনীতিতে মন্ত্রী আর মেয়র হয়েছেন, বেশ কিছু শীর্ষ পদেও তারা আসীন হয়েছেন।

যেমন প্রীতি প্যাটেল ব্রিটেনের হোম সেক্রেটারি হয়েছিলেন আর লন্ডনের মেয়র হয়েছিলেন সাদিক খান। তবে প্রধানমন্ত্রীর পদ পর্যন্ত আর কেউ পৌঁছতে পারেননি। এবার সেই পদটিতেও আসন পেলেন ভারতীয় একজন, ঋষি সুনাক।

জানা গেছে, এই সময়ের আলোচিত ব্যক্তি ঋষি সুনাক ভারতীয় বংশোদ্ভূত হলেও তিন প্রজন্ম ধরে ভারত থেকে দূরে আছেন তারা। তার দাদা-দাদী দেশ স্বাধীন হওয়ার অনেক আগেই বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ থেকে পূর্ব আফ্রিকায় পালিয়ে গিয়েছিলেন।

অনেক বছর বাদে তারা যুক্তরাজ্যের সাউদাম্পটন শহরে এসে বসবাস করতে থাকেন। ১৯৮০ সালে জন্ম হয় ঋষি সুনাকের। তিনি সাউদাম্পটনেই বড় হয়েছেন। সাউদাম্পটনে এমন অনেককে পাওয়া গেল যারা ঋষি সুনাককে ছোটবেলা থেকেই চেনেন, আবার এখনও তার সঙ্গে সম্পর্ক রয়েছে।

সাউদাম্পটনে বৈদিক সোসাইটি মন্দির হিন্দু সম্প্রদায়ের একটা বড় মন্দির আছে, যার প্রতিষ্ঠাতাদের মধ্যে সুনাকের পরিবারও ছিল। তার ছোটবেলার অনেকটা সময়ই কাটত ওই মন্দিরে। পঁচাত্তর বছর বয়সী নরেশ সোনচাটলা ঋষি সুনাককে ছোট থেকেই চেনেন। তার কথায়, 'ঋষি সুনাক যখন ছোট ছিলেন, তখন নিয়মিত মন্দিরে আসতেন তিনি। সঙ্গে কখনও দাদা দাদী, কখনও আবার ওর বাবা মা থাকতেন।'

সঞ্জয় চন্দারাণা কর্পোরেট জগতের একটা বড়সড় পদ চাকরী করেন, আবার তিনি বৈদিক সোসাইটি হিন্দু মন্দিরের সভাপতিও।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ