Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক, আইনিউজ

প্রকাশিত: ১২:৫৪, ২ নভেম্বর ২০২২

আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন নেতানিয়াহু

গত বছর নির্বাচনে হেরে যান দুর্নীতির অভিযোগের মুখে থাকা নেতানিয়াহু

গত বছর নির্বাচনে হেরে যান দুর্নীতির অভিযোগের মুখে থাকা নেতানিয়াহু

ইসরায়েলে সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে আবারও প্রধানমন্ত্রী নির্বাচনের সুযোগ পেয়েছেন দেশটির নাগরিকরা। কিন্তু আবারও বেনিয়ামিন নেতানিয়াহুকেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হবে এমনটাই জানাচ্ছে অনুষ্ঠিত নির্বাচনের বুথ ফেরত এক জরিপ

মঙ্গলবার (১ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের বুথ ফেরত জরিপে এমন তথ্য প্রকাশ করা হয়েছে।

বুধবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণার আগে এক জরিপে দেখা গেছে যে, বিরোধী ইয়েমিনা পার্টির নাফতালি বেনেটের তুলনায় নেতানিয়াহুর ডানপন্থী দল এগিয়ে আছে।

রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে থাকা দেশটিতে গত চার বছরের মধ্যে এ নিয়ে পঞ্চমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল।

টানা ১২ বছর ক্ষমতায় থাকার পর গত বছর নির্বাচনে হেরে যান দুর্নীতির অভিযোগের মুখে থাকা নেতানিয়াহু। ফলে এবারের নির্বাচনকে নেতানিয়াহুর প্রত্যাবর্তনের পক্ষে-বিপক্ষে ভোট হিসেবে দেখা হয়েছিল।

ইসরায়েল টেলিভিশনের জরিপ বলছে, নেতানিয়াহুর ডানপন্থী দল ১২০টি আসনের নেসেটে ৬১ বা ৬২টি আসন পাবে।

নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ অবশ্য কোনও ধরনের পূর্বাভাসে কান না দিয়ে চূড়ান্ত ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে আগ্রহী।

গত বছরের জুনে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নতুন জোট সরকার গঠন নিয়ে বিতর্কের পর ভোট হয়। নতুন জোট সরকারের পক্ষে পড়ে ৬০ ভোট। বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯ ভোট। পরে ইয়ার লাপিদের মধ্যপন্থী দল ইয়েস আতিদের সঙ্গে জোট করে সরকার গঠন করে ইয়েমিনা পার্টি।

কিন্তু সম্প্রতি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ও ইয়ার লাপিদের জোটে সম্প্রতি ফাটল দেখা দেয়। তাই এই নির্বাচনের আয়োজন করা হয়।

সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের একজন। কেন্দ্রে অনেকেই তাকে অপছন্দ করেন। তবে লিকুদ পার্টির তৃণমূল সমর্থকদের কাছে তার জনপ্রিয়তা রয়েছে।

ঘুষ, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতে মামলা চলছে। তবে এসব অভিযোগ তিনি জোরালোভাবে অস্বীকার করেছেন। তার সম্ভাব্য অংশীদাররা বলছেন, তারা আইনটি সংস্কার করবে, যা তার বিরুদ্ধে চলা এসব মামলা স্থগিত করবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-

বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সর্বশেষ