Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ১০ জানুয়ারি ২০২৩

সেনেগালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪০ জন নিহত

দুর্ঘটনা কবলিত দুই বাস। ছবি- লস এঞ্জেলস টাইমস

দুর্ঘটনা কবলিত দুই বাস। ছবি- লস এঞ্জেলস টাইমস

সেনেগালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার (৮ জানুয়ারি) দেশটিওর মধ্যাঞ্চলীয় কাফ্রিন শহরে এই ঘটনাটি ঘটেছে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে- একটি বাসের চাকা ফুটো হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার অন্য প্রান্তে গিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসে প্রচণ্ড গতিতে ধাক্কা মারে। এতে দুই বাসের কমপক্ষে ৪০ জন মারা যান, আহত হন আরও অন্তত ৭৮ জন।

ভয়াবহ এ দুর্ঘটনার কারণে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন দেশটির রাষ্ট্রপতি ম্যাকি স্যাল।  

এক টুইট বার্তায় নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ‘‘আজ গ্নিবির ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪০ জন নিহত ও অনেকে মারাত্মকভাবে আহত হওয়ায় আমি শোকাভিভূত। দুর্ঘটনার শিকারদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ