Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩৬, ২৫ জানুয়ারি ২০২৩

নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন ক্রিস হিপকিন্স

নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। ছবি- সিএনএন

নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। ছবি- সিএনএন

নিউ জিল্যান্ডের ৪১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ক্রিস হিপকিন্স। তিনি দেশটির সদ্য সাবেক নেতা জেসিন্ডা অরডার্নের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। প্রধানমন্ত্রীত্ব লাভের পূর্বে হিপকিন্স দেশটির পুলিশ, শিক্ষা ও জনসেবা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্বরত ছিলেন। 

নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর ক্রিস বলেছেন, ‘জীবনের সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে চলেছি। কথা দিচ্ছি, সমস্ত দায়িত্ব সম্পূর্ণ গুরুত্বদিয়ে পালন করার চেষ্টা করবো।’

গত ১৯ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এরপর প্রধানমন্ত্রী পদে দলের মনোনয়ন পাওয়া একমাত্র ব্যক্তি হওয়ায় ক্রিসের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে তেমন কোনো বেগ পোহাতে হয়নি তাঁকে। 

এর আগে ২০০৮ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন ক্রিস হিপকিনস। এরপর ২০২০ সালের নভেম্বরে দায়িত্ব পান কোভিড-১৯ বিষয়ক মন্ত্রীর। পরে বদল করা হয় তার দফতর।

অরডার্ন সরকারের কোভিড-১৯ মহামারি মোকাবিলার নেওয়া উদ্যোগে নেতৃত্ব দিয়ে মন্ত্রী হিসেবে নিজের একটি ভাবমূর্তি তৈরি করেছিলেন হিপকিন্স। সেই ভাবমূর্তিতে ভর করে এবার তিনি দেশকে নেতৃত্ব দেওয়ার জায়গায় পৌঁছে গেলেন।

আই নিউজ/এইচএ 

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সর্বশেষ