Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫২, ৩০ জানুয়ারি ২০২৩

মেক্সিকোতে নাইট ক্লাবে গোলাগুলিতে ৮ জন নিহত 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মেক্সিকোর উত্তরাঞ্চলের জুয়ারেজ শহরে একটি নাইটক্লাবে গোলাগুলির ঘটনায় অন্তত ৮ জন মারা গেছেন। ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

মেক্সিকান পুলিশের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, জাকাতেকাস প্রদেশের জুয়ারেজ শহরে স্থানীয় সময় শুক্রবার গভীর রাত ও শনিবারের মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ভারী অস্ত্রধারী ব্যক্তিরা দু’টি গাড়িতে করে বারে ঢুকে পড়ে এবং নির্বিচারে গুলি চালাতে শুরু করে বলে দেশটির নিরাপত্তা সচিবালয়ের একটি রিপোর্টে বলা হয়েছে।

ঘটনাস্থলেই ছয়জন মারা যান এবং চিকিৎসাধীন অবস্থায় আরো দুজন মারা যান। বন্দুকের গুলিতে আহত পাঁচজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে ক্লাবের কর্মচারী, সঙ্গীতশিল্পী এবং নাইটক্লাবের গ্রাহকরা রয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিবর্ষণের পর ক্লাবের মেঝে রক্তে ভেসে যাওয়ায় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

‘এল ভেনাদিটো’ নামক এই বারটি জুয়ারেজ শহরের কেন্দ্রে অবস্থিত। এই পৌরসভাটি প্রাদেশিক রাজধানী জাকাতেকাসের প্রায় ৬০ কিলোমিটার (৩৬ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

গত বছরের সেপ্টেম্বরের শেষের দিকে এই জাকাতেকাস প্রদেশে ৬ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা।

এর আগে গত বছরের জুন মাসে একই প্রদেশের ভালপরাইসো এলাকা থেকে গুলিতে ঝাঁঝরা ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছিল। দু’টি প্রতিদ্বন্দ্বী গ্রুপের মধ্যে সংঘর্ষে তারা নিহত হয়েছিলেন বলে সে সময় জানানো হয়েছিল।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়