Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ০২:৪৩, ৩ এপ্রিল ২০২৩
আপডেট: ০২:৪৫, ৩ এপ্রিল ২০২৩

অভিযুক্ত হওয়া সত্ত্বেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে ট্রাম্প

পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় অভিযুক্ত হওয়া সত্ত্বেও নিজ দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী রন ডিস্যান্টিস এবং নিকি হেইলির চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন একটি জনমত জরিপে এই তথ্য উঠে এসেছে।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ম্যানহাটন ডিস্ট্রিক্ট আদালতের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করার পর ইয়াহু নিউজ এবং ইউ গভ যৌথভাবে এই জনমত জরিপ চালিয়েছে। তবে ট্রাম্পের বিরুদ্ধে কী কী অভিযোগ আনা হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি। আগামী কিছুদিনের মধ্যেই এগুলো প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।

ইয়াহু নিউজ এবং ইউ গভের জরিপে দেখা যায়, ট্রাম্পের পক্ষে রয়েছে শতকরা ৫২ ভাগ ভোটারের সমর্থন। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বিতার দ্বিতীয় অবস্থানে থাকা ডিস্যান্টিসের প্রতি সমর্থন রয়েছে শতকরা ২১ ভাগ ভোটারের। এছাড়া, নিকি হেইলির প্রতি রয়েছে মাত্র পাঁচ ভাগ ভোটারের সমর্থন। অন্যদিকে, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের প্রতি সমর্থন শতকরা তিন ভাগ ভোটারের।

জনমত জরিপে দেখা যায়, ডিস্যান্টিসের চেয়ে ট্রাম্প ২৬ পয়েন্ট এগিয়ে রয়েছেন। সাম্প্রতিক বেশিরভাগ জনমত জরিপ থেকে জানা যাচ্ছে যে, রিপাবলিকান ভোটাররা ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকেই প্রার্থী হিসেবে চাইছেন।

আইনিউজ/এইউ

Green Tea
সর্বশেষ