Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১১ জুলাই ২০২৫,   আষাঢ় ২৭ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৬, ৩ এপ্রিল ২০২৩

টর্নেডোর আঘাতে বিধ্বস্ত আমেরিকা : নিহত বেড়ে ৩২ 

আমেরিকায় টর্নেডোতে বিধ্বস্ততার দৃশ্য। ছবি- দ্য নিউইয়র্ক টাইমস

আমেরিকায় টর্নেডোতে বিধ্বস্ততার দৃশ্য। ছবি- দ্য নিউইয়র্ক টাইমস

টর্নেডোর আঘাতে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে আমেরিকার বেশ কয়েকটি অঙ্গরাজ্য। এরিমধ্যে টর্নেডোর আঘাতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বিধ্বস্ত হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, শপিংমল, গাছপালা ও গাড়ি। প্রাণ রক্ষার জন্য নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। 

স্থানীয় সময় শুক্রবার (৩১ মার্চ) রাতে এ ঘূর্ণিঝড় আঘাত হানে রাজ্যগুলোতে। নিহতদের অধিকাংশই ম্যাকনাইরি কাউন্টির। নিহতদের মধ্যে ৭ জনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য টেনেসির। রাজ্যটির জরুরি ব্যবস্থাপনা এজেন্সি নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। 

শনিবার টেনেসির ন্যাশভিলের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানায়, ঘূর্ণিঝড়ের কারণে ওয়েন, লুইস, মার্শাল, রাদারফোর্ড, ক্যানন এবং ম্যাকন কাউন্টিসহ মধ্য টেনেসি কাউন্টিতে রাতারাতি একাধিক ঘূর্ণিঝড় আঘাত হানে। তারা শিগগির সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে জরিপ করবে। তবে বিস্তৃত এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় বিষয়টি শেষ করতে আরো সময়ের প্রয়োজন বলেও জানানো হয়েছে।

আরকানসাসের উত্তর-পূর্বাঞ্চলীয় ক্রস কাউন্টির ওয়েন শহর চারজন লোক মারা গেছে। ঝড়ের কারণে শহরটির ব্যাপক ক্ষতি হয়েছে বলে এক টুইটে জানিয়েছেন আরকানসাসের গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স।

কেন্দ্রীয় আরকানসাসেও শুক্রবারের ঝড়ে উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্যান্ডার্স। আবহাওয়াবিদরা বলেছেন, একটি ঘূর্ণিঝড় নর্থ লিটল রকের ওপর দিয়ে বয়ে গেছে। এতে দালান ধসে কমপক্ষে তিনজন মারা গেছে এবং কয়েক ডজন আহত হয়েছে।

এই টর্নেডোর প্রভাবে মধ্য যুক্তরাষ্ট্রে প্রায় তিন লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। তবে বিপদ এখনো পুরোপুরি কাটেনি। স্থানীয় সময় ভোর ৫টা পর্যন্ত দক্ষিণ-পূর্ব ইন্ডিয়ানা, উত্তর কেন্টাকি এবং পশ্চিম ওহাইওতে আরো ঝড় আঘাত হানার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্তৃপক্ষ।

সূত্র: সিএনএন


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ