Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৭, ৩১ অক্টোবর ২০২৩

ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে ৩১ সাংবাদিক নি হ ত 

গাজা-ইসরায়েল যুদ্ধে নি হ ত এক সাংবাদিককে নিয়ে যাচ্ছেন সহকর্মীরা। ছবি- সংগৃহীত

গাজা-ইসরায়েল যুদ্ধে নি হ ত এক সাংবাদিককে নিয়ে যাচ্ছেন সহকর্মীরা। ছবি- সংগৃহীত

চলমান ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষে এখন পর্যন্ত ৩১ জন সাংবাদিক নি হ ত হয়েছেন অলে জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করা বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। 

আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সিপিজে। খবর বিবিসির 

সিপিজে জানায়, ওই নিহত সাংবাদিকদের মধ্যে ২৬ জন ফিলিস্তিনি, ৪ জন ইসরায়েলি ও ১ জন লেবাননের নাগরিক রয়েছেন। এ ছাড়া ৮ সাংবাদিক আহত ও ৯ জন নিখোঁজ অথবা আটক অবস্থায় থাকার খবর জানতে পেরেছে সিপিজে। সিপিজে তার ওয়েবসাইটে এই তথ্য তুলে ধরেছে।

সিপিজে বলেছে, ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিনের সংঘাতের দিন থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এসব সাংবাদিক হতাহত, নিখোঁজ বা আটকের শিকার হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যম ও নিজস্ব সূত্রের মাধ্যমে হতাহত সাংবাদিকদের তথ্য জোগাড় করেছে সিপিজে।

সিপিজের তথ্যের বিশ্লেষণে দেখা যায়, এসব সাংবাদিক মোট ১৭টি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক নিহত হন হামাস-সমর্থিত রেডিও আল-আকসার। এই সংবাদমাধ্যমের ৭ সাংবাদিক নিহত হয়েছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়