Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫১, ২৯ অক্টোবর ২০২৩

বন্দির বদলে বন্দি, ইসরায়েলকে বিনিময়ের প্রস্তাব দিল হামাস 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

হামাস-ইসরায়েল সং ঘা ত শুরুর আগে থেকেই বিভিন্ন সময়ে গ্রেফতার করা অসংখ্য ফিলিস্তিনি  ইসরায়েলের কারাগারগুলোতে বন্দি আছেন। ইসরায়েলের কারাগারে বন্দি থাকা এসব ফিলিস্তিনি নাগরিকের মুক্তির বিনিময়ে গাজায় জিম্মি থাকা ইসরায়েলি বন্দিদের মুক্তির প্রস্তাব দিয়েছে স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস।

রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সশস্ত্র বাহিনী আল-কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা টেলিভিশনে সম্প্রচারিত এক ঘোষণায় ইসরায়েলকে এই প্রস্তাব দেন।

ঘোষণায় তিনি বলেন, সব ফিলিস্তিনি কারাবন্দির মুক্তির বিনিময়ে জিম্মিদের ছাড়তে প্রস্তুত হামাস।

এদিকে জিম্মি মুক্তির এমন প্রস্তাবের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, এ বিষয়ে দেশটির যুদ্ধকালীন মন্ত্রিসভায় আলোচনা হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধে এখন পর্যন্ত ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার মধ্যে অধিকাংশই নারী-শিশুসহ বেসামরিক নাগরিক। ওদিকে হামাসের হামলায় এক হাজার ৪০৫ জন ইসরায়েলি নিহত হয়েছে। যার মধ্যে বহু সেনাসদস্য রয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়