আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে ট্যুরিস্ট এলাকায় বাসে বন্দুকধারীর গুলিতে নি হ ত ৮
পাকিস্তানের পাহাড়ি শহর চিলাস পর্যটকদের কাছে জনপ্রিয়। ছবি- সংগৃহীত
পাকিস্তানের উত্তরাঞ্চলের পর্যটন এলাকা (ট্যুরিস্ট জোন) হিসেবে পরিচিত চিলাস শহরের কাছে একটি বাসে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ৮ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই সেনা সদস্য আছেন বলেও জানা গেছে। পাশাপাশি আহত হয়েছেন অন্তত ২৬ জন।
স্থানীয় সময় শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হামলার ওই ঘটনা ঘটে বলে জানান জেলা ও আঞ্চলিক কর্মকর্তারা।
হামলার ব্যাপারে আঞ্চলিক সরকারের মুখপাত্র মুহাম্মদ আলী জহর বলেন, সন্ত্রাসীরা বাসটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। হামলার কারণও এখনো স্পষ্ট নয় বলে জানান তিনি।
চিলস শহরটি পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে অবস্থিত। পাহাড়ি শহর চিলাস পর্যটকদের কাছে জনপ্রিয়। এ অঞ্চলে গত কয়েক বছরে হামলার ঘটনা বেড়ে গেছে। পাকিস্তানি তালেবান অথবা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) ওই সব হামলার কয়েকটির দায় স্বীকার করেছে।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পাহাড়ি অঞ্চল গিলগিত-বালতিস্তানে অবস্থিত এ শহরে বর্তমানে চীনের সহায়তায় একটি বাধ নির্মাণ হচ্ছে।
গিলগিট-বাল্টিস্তান পুলিশের মুখপাত্র গোলাম আব্বাস ডিপিএ নিউজ এজেন্সিকে জানিয়েছেন, নিহতদের মধ্যে দুজন সেনা সদস্যও রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- কাবুলে আইএসের হামলায় নিহত ৮

























