Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৩ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:০১, ১১ মে ২০২০

শরীরকে সুস্থ রাখতে খেজুরের গুনাগুন

লাইফস্টাইল: খেজুর পছন্দ করে না এমন মানুষ খুজে পাওয়া কঠিন। খেজুরের মধ্যে আছে ফাইবার, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, কপার এবং ম্যাঙ্গানিজের ভালো উৎস।

এসব ভিটামিন ও মিনারেলস হাড়কে শক্তিশালী করতে সহায়তা করে। শুধু তাই নয়, খেজুর  আমাদের সুস্থ রাখতে অনেক সাহায্য করে। যেমন-

কোষ্ঠকাঠিন্য কমাতেঃ খেজুরে প্রচুর ফাইবার থাকে। এটি আপনার হজমশক্তি উন্নত করে। হজম ভালো হলে কোষ্ঠকাঠিন্য হয় না। প্রতিদিন খেজুর খেলে হজমজনিত সমস্যা থেকে মুক্তি পাবেন।

হৃদযন্ত্রকে ভালো রাখতেঃ ফাইবার সমৃদ্ধ খেজুর  আপনার হৃদযন্ত্রকে শক্তিশালী করে এবং ভালো রাখে। আরও আছে পটাসিয়াম, যা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে এড়াতে পারে।

বাতের ব্যথা দূরকরণেঃ খেজুরে আছে  প্রচুর ম্যাগনেসিয়াম । আর ম্যাগনেসিয়ামে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি রয়েছে যা হৃদরোগ (রক্ত জমাট বাঁধা), নিয়োপ্লাজিয়া এবং অ্যালজাইমার্স জাতীয় রোগ রুখতে সাহায্য করে।

হার্ট অ্যাটাকে সাহায্যকারীঃ ১০০ মিলিগ্রাম ম্যাগনেসিয়াম গ্রহণ করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি ৯% হ্রাস পায়। তাই হদরোগ থেকে দূরে থাকতে খেজুর খাওয়া উচিত রোজ। 

স্নায়ু সতেজ করেঃ খেজুরের স্নায়ুতন্ত্র সুস্থ রাখার সমস্ত ভিটামিন আছে। এই ভিটামিনগুলি স্নায়ুতন্ত্রকে আরও উন্নত করে। 

রক্তস্বল্পতায় কার্যকরীঃ অনেকেই লোহিত রক্তকণিকা এবং আয়রনের ঘাটতির কারণে রক্তস্বল্পতায় আক্রান্ত হন। খেজুরে প্রচুর আয়রন পাওয়া যায় ।

দাঁত মজবুত করেঃ খেজুরে পাওয়া যায় ফ্লুরিন। এটি এমন একটি রাসায়নিক যা দাঁত থেকে প্লাক সরিয়ে গর্ত হওয়া বন্ধ করে।

ত্বক ও চুলের যত্নেঃ ভিটামিন সি সমৃদ্ধ খেজুর ত্বককে স্থিতিস্থাপক রাখে এবং এটিকে নরম করে তোলে। শুধু তাই নয়, এটি চুলকে স্বাস্থ্যকরও রাখে।

খেজুর দিয়ে রোজা ভাঙার রীতি আমাদের দেশে বহুদিনের। ইফতারের থালায় খেজুর না থাকলে যেন অসম্পূর্ণ মনে হয়। তাই প্রতিদিন খেজুর খান।

আইনিউজ/এসডিপি  

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়