Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৩ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ১৯ মে ২০২০

গরমে শসার যত উপকারিতা

গরমের সময় শসা আমাদের অনেক আরাম দেয়।  গরম বাড়ছে ফলে ঘর্মাক্ত এই দিনে সবসময়ই মন চায় ঠাণ্ডা কিছু। আর আপনাকে ঠাণ্ডা রাখতে শসার বিকল্প নেই। 

গরমকাল সব জায়গায় শসা পাওয়া যায়। শসা এমন একটি সবজি যার ৯০ শতাংশ পানি দিয়ে তৈরি। এই শসা আপনাকে বিভিন্নভাবে সাহায্য করে। যেমন-

১। ওজনের সঠিক ভারসাম্য বজায় রাখে।

২। কার্ডিওভাস্কুলার রোগ দূরে রাখে।

৩। শরীরের থেকে টক্সিন বের করে দিয়ে ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে।

৪। হজমে সাহায্য করে।

৫। রক্তচাপ কমাতে এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে শসার জুড়ি নেই।

৬। দৃষ্টিশক্তি ভালো রাখে শসা।

৭। ক্যান্সার রুখতেও শসা যথেষ্ট কার্যকর।

৮। অতিরিক্ত খাওয়ার ভাবকে বেশ  নিয়ন্ত্রণে রাখে শসা। 

৯। হাড়ের স্বাস্থ্য রক্ষায় শসা অনেক উপকারী। 

১০। শসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। ফলে যারা ম্যাঙ্গানিজ ডেফিসিয়েন্সির সমস্যায় ভুগছেন তাদের জন্যও শসা খুবই উপকারী।

তাই এই গরমে সুস্থ থাকতে অবশ্যই শসা খাবে নিয়মিত। কারণ শসা আপনার ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছাকে পূর্ণ করবে এবং মেদও বাড়াবে না।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়