Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৩ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ২০ মে ২০২০

সাবধানতার পাশাপাশি হাতের কাছে রাখবেন যেসকল উপকরণ

করোনার কারণে আজ আমরা সবাই ঘরবন্দি। কেননা বাইরে বের হলেই থাকে করোনা সংক্রমণের শঙ্কা। তাই বাড়িতে থাকতে হবে সাবধানে। কিন্তু মাঝে মাঝে অসাবধনতার কারণে বাড়িতেই ঘটতে পারে বিভিন্ন ধরণের দূর্ঘটনা।

যেহেতু এখন কেউ ঘর থেকে বের হতে পারব না সেক্ষেত্রে বাড়িতেই এর চিকিৎসা করতে হবে। সেইজন্য হাতের কাছে রাখতে হবে কিছু প্রয়োজনীয় উপকরণ। যেমন-

বরফঃ পোড়া, ছ্যাঁকা এ সব সামলানো তো বটেই, কোথাও আঘাত লাগার সময়ও খুব কাজে আসবে বরফ। পুড়ে গেলে ঠান্ডা পানি লাগানোর পরেই বরফ ঘষতে থাকুন আঘাতপ্রাপ্ত জায়গায়। এতেই ব্যথা-পোড়া অনেকটা সেরে যায়।

হট ও কোল্ডব্যাগঃ যেকোনো ব্যথা-বেদনায় অনেক সময়ই ঠান্ডা-গরম সেঁক নিতে হয়। তখন এই ব্যাগগুলো কাজে লাগে। তাই হাতের কাছে সবসময় এই ধরণের ব্যাগ রাখার চেষ্টা করবেন।

টুর্নিকেট ও গজ তুলোঃ কোনো জায়গায় কেটে গেলে টুর্নিকেট বেঁধে নিন ক্ষতস্থানে। টুর্নিকেট না পেলে পরিষ্কার সুতির কাপড় কাটা জায়গায় বাঁধলে রক্তক্ষরণ বন্ধ হবে। 

অ্যান্টিসেপটিক ও পোড়ার ওষুধঃ পোড়া-কাটার মলম হাতের কাছে রাখুন। ফলে প্রাথমিক শুশ্রূষার পর তা লাগিয়ে নিন ক্ষতস্থানে। এতে প্রাথমিক বিপদ অনেকটা কাটবে।

ওষুধঃ চিকিৎসকের পরামর্শ নিয়ে গ্যাস্ট্রিক, বমি বা পেটের সমস্যার কিছু ওষুধ বাসায়  মজুত রাখুন। বয়স্ক ও শিশুদের ওষুধ দেয়ার আগেও ফোনে কথা বলে নেবেন চিকিৎসকের সঙ্গে।

কোনো দূর্ঘটনা ঘটলে চিন্তিত না হয়ে স্থির হয়ে প্রাথমিক চিকিৎসা করুন। অবস্থার উন্নতি না হলে চিকিৎসকের পরামর্শ নিন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়