লাইফস্টাইল ডেস্ক
স্ট্রোকের ঝুঁকি কমাবে একটি কমলা
সুন্দর রং ও গন্ধের ফল কমলা। ফলটি আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। শুধু তাই নয় একটি কমলা কিন্তু পারে আপনার স্ট্রোকের ঝুঁকি কমাতে।
ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত এই সমীক্ষায় দেখা গেছে যে, যারা প্রতিদিন অন্তত একটি কমলার রস খান তাদের মস্তিষ্কের জমাট বাঁধার ঝুঁকি ২৪ শতাংশ হ্রাস পেয়েছে।
বিভিন্ন ফলের রসে থাকা প্রাকৃতিক চিনির কারণে অনেকে সেগুলোকে ক্ষতিকর ভাবে। কিন্তু কমলার রসে থাকা চিনি মোটেও ক্ষতিকর নয়। স্ট্রোক প্রতিরোধের ক্ষেত্রে এর স্বাস্থ্য উপকারিতা অনেক বেশি।
তাছাড়া কমলার রসে আছে প্রাকৃতিকভাবে এমন সব উপাদান যা রক্তনালীর রোগ থেকে রক্ষা করতে আমাদের অনেক সাহায্য করে।
কমলাতে যেসব উপাদান আছে-
ক্যালোরি: ১১০
ভিটামিন সি: আরডিআইয়ের ৬৭%
প্রোটিন: ২ গ্রাম
কার্বস: ২৬ গ্রাম
পটাশিয়াম: আরডিআইয়ের ১০%।
কমলার এইসব উপাদান আমাদের যেভাবে সাহায্য করে-
১। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
২। উচ্চ রক্তচাপ কমায়।
৩। কিডনির পাথর প্রতিরোধ করে।
৪। ওজন কমাতে সাহায্য করে।
৫। ত্বকের ক্ষতি কমিয়ে তারুণ্য বজায় রাখে।
করোনাকালীন সময়ে আপনাকে সুস্থ রাখতে কমলা অনেক সাহায্য করে। তাই নিয়মিত সুস্থ সবল থাকতে প্রতিদিন অত্যন্ত একটি কমলা খান।
আইনিউজ/এসডিপি
- ছেলেদের ইসলামিক আনকমন নাম অর্থসহ শিশুর নাম
- ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২
- মেয়েদের ইসলামিক নাম ২০২৩
- সুন্দর বাচ্চা পিক ডাউনলোড
- ছেলেদের কষ্টের স্ট্যাটাস বাংলা
- শুভ সকাল রোমান্টিক মেসেজ | শুভ সকাল স্ট্যাটাস
- মাথা ন্যাড়া করার এই অপকারিতা জানেন কি?
- কাউনের চালের পুষ্টিগুণ ও উপকারিতা
- ডিম খাওয়ার উপকারিতা ও অপকারিতা
- অনেকেই জানেন না, সিগারেটের বাংলা অর্থ কী?

























