Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬,   পৌষ ৩০ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৬:৫২, ৫ জুন ২০২০

রাতে দেরি করে খাওয়ার কুফল

করোনার জন্য অনেকেই আজ ঘরবন্দি। যার ফলে বদলে গেছে আমাদের জীবনযাপনের ধরন। একদিকে যেমন স্বাস্থ্যকর অভ্যাসে অভ্যস্ত হচ্ছে মানুষ, অন্যদিকে বেখেয়ালে কিংবা অলসতায় কিছু অস্বাস্থ্যকর অভ্যাসও গড়ে উঠছে।

বাসায় থাকার ফলে আমাদের খাবারের রুটিন বদলে গেছে। রুটিন পরিবর্তনের কারণে রাতের খাবার খেতেও দেরি হচ্ছে অনেকের, গভীর রাতে খাচ্ছেন রাতের খাবার। রাতের খাবার দেরিতে খাওয়ার অনেক কুফল আছে। যেমন-

ওজন বাড়েঃ

রাতে শরীরের বিপাক দিনের থেকে ধীর এবং দুর্বল থাকে, যার কারণে গভীর রাতে খাওয়া খাবার হজম করতে অসুবিধা হয়। এই কারণে রাতে অতিরিক্ত পরিমাণে ক্যালোরি বার্ন হতে পারে না। ফলে ওজন বেড়ে যায়। 

রক্তচাপ বাড়ায়ঃ

বিশেষজ্ঞদের মতে, গভীর রাতে খাবার খাওয়ার অভ্যাস রক্তচাপের পাশাপাশি রক্তে সুগারের মাত্রাও বাড়ায়, যা স্বাস্থ্যের ক্ষতি করে। তাই রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে চাইলে আগেভাগে রাতের খাবার সারুন।

ঘুমের সমস্যা বাড়েঃ

বেশি রাত পর্যন্ত জেগে থাকলে ক্ষুধা লাগতে পারে। তখন হাতের কাছে যা পাওয়া যায় কিংবা মুখরোচক কিছু খেয়ে পেট ভরান অনেকে। বিভিন্ন গবেষণা অনুসারে, গভীর রাতে স্ন্যাকস বা খাবার খেলে ঘুমের সমস্যা দেখা দেয়। এছাড়াও গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

বিরক্তি বেড়ে যায়ঃ

বেশি রাতে খাচ্ছেন মানে রাতে ঘুমের রুটিন আপনি ঠিকভাবে মানছেন না। এ কারণে দেখা দিতে পারে খিটখিটে স্বভাব। আপনার যদি পর্যাপ্ত মাত্রায় ঘুম না হয় তাহলে এটি আপনার মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে। মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় না, ফলে বিরক্তির সৃষ্টি হয়।

আইনিউজ/এসডিপি

 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়