Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৮, ৭ জুন ২০২০

ত্বকের যত্নে ঘরে তৈরি কিছু প্যাক

ত্বকের যত্ন নিতে আমরা অনেক চেষ্টা করি। এক্ষেত্রে ঘরে তৈরী প্যাকের কোনো তুলনা নেই। তাই প্রাকৃতিক উপাদানের তৈরি এসব প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল, দাগহীন ও লাবণ্যময়।

ত্বকের লাবণ্য ধরে রাখতে নিচের উপাদান গুলো দিয়ে প্যাক বানিয়ে অবশ্যই ব্যবহার করবেন-

পাকা পেঁপে

পেঁপেতে থাকা এনজাইম ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। পাকা পেঁপে ব্লেন্ড করে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন পানি দিয়ে।

আমন্ড ও দুধ

দুধের সঙ্গে আমন্ডের পেস্ট মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বকে নিয়ে আসবে লাবণ্য।

হলুদ

দুধ ও মধুর সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন না শুকানো পর্যন্ত। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

অ্যাভোকাডো ও শসা

সমপরিমাণ অ্যাভোকাডো ও শসা ব্লেন্ড করে নিন একসঙ্গে। ২ টেবিল চামচ মধু ও ১/৪ কাপ টক দই মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গাজর

গাজরে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের যত্নে অনন্য। একটি গাজর সেদ্ধ করে ব্লেন্ড করে নিন। ১/৪ কাপ টক দই ও ২ টেবিল চামচ মধু মিশিয়ে ত্বকে লাগান। ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন কুসুম গরম পানি দিয়ে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়