Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫,   কার্তিক ২২ ১৪৩২

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৪:২৫, ৯ জুন ২০২০
আপডেট: ১৫:৪৭, ৯ জুন ২০২০

এই সময়ে সর্দি-কাশি হলে কি করবেন

করোনাভাইরাসের উপসর্গ হিসেবে আমরা সর্দি,কাশি,জ্বরকেই চিনি। তাই এখন সর্দি-কাশি দেখা দিলে আতঙ্কিত হয়ে পড়ছেন অনেকেই।

সর্দি-কাশি দেখা দেওয়ার পর নিজেকে প্রশ্ন করুন-

১. আপনি কি করোনাভাইরাস পজেটিভ এমন ব্যক্তির সংস্পর্শে এসেছেন?

২. করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে এমন কোনো স্থানে ভ্রমণ করেছেন?

৩. করোনাভাইরাস পজেটিভ ব্যক্তির সংস্পর্শে আসা কোনো ব্যক্তির সংস্পর্শে এসেছেন?

এই সবগুলো প্রশ্নের উত্তর না হলে আপনি করোনা থেকে নিরাপদ। সেক্ষেত্রে আপনি ঘরেই বসেই পারবেন ফ্লু থেকে বাঁচতে আর আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। সেই পদ্ধতিগুলো হলো-

মধু ও আদার রস

মধু ও আদার রস গলা এবং কাশির জন্য আশ্চর্য উপকার করে। এটি বমি বমি ভাব দূর করে। আদায় থাকা প্রদাহ প্রতিরোধী উপাদান রাইনোভাইরাসকে মেরে ফেলে সর্দি-কাশি থেকে বাঁচায়।

মধুতে অ্যান্টিব্যাকটিরিয়াল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ রয়েছে। এক চা চামচ মধু তাত্ক্ষণিকভাবে গলা ব্যথা উপশম করতে সাহায্য করতে পারে।

রসুন

রসুনে অ্যালিসিন নামে একটি যৌগ থাকে, যা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রোপার্টি হিসাবে পরিচিত। আপনার ডায়েটে রসুন যোগ করলে সর্দি-কাশি থেকে রক্ষা পেতে পারেন। প্রতিদিনের ডায়েটে রসুন রাখলে তা আপনাকে আরও অনেক অসুস্থতা থেকে রেহাই দিতে পারে।

ভিটামিন সি

আমরা সবাই জানি যে ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। লেবু, কমলা, সবুজ শাকসবজি এবং ফলমূল ইত্যাদি ভিটামিন সি এর সহজলভ্য কয়েকটি উৎস। হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করলে তা সর্দি-কাশি কমাতে সাহায্য করে। পর্যাপ্ত ভিটামিন সি শ্বাসযন্ত্রের সংক্রমণ এবং অন্যান্য অসুস্থতা থেকে মুক্তি দিতে পারে।

মশলা চা

নাক বন্ধ থাকলে সেটি যথেষ্ট অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আদা, গোল মরিচ, লবণ এবং তুলসী পাতা চায়ের সাথে মিশিয়ে জ্বাল করে পান করলে তা সর্দি এবং কাশির জন্য দুর্দান্ত ঘরোয়া উপায় তৈরি করে।

বিশ্রাম

শারীরিক কার্যকলাপ আসলে আপনার দেহের তাপমাত্রা বাড়িয়ে তুলতে পারে। অসুখ কমতে শুরু করলে আপনার বিশ্রাম নেয়া উচিত। বিশ্রামের মতো প্রতিকার নেই। দ্রুত সুস্থ হতে প্রচুর তরল পান করুন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়